শুভ রাত্রি স্ট্যাটাস শুভেচ্ছা বার্তা কালেকশন। আমরা অনেক সময় ঘুমানোর আগে শুভ রাত্রি স্ট্যাটাস পোস্ট করে থাকি কিন্তু ভালো স্ট্যাটাস সব সময় লেখা সম্ভব হয় না অথবা পাই না। তাই আপনাদের জন্য আজকের এই লেখা।
মেঘে মেঘে ঢেকে গেছে আকাশ,
একটু কোমল একটু উদাশ আজ প্রভাতের বাতাস।
আজ আছি, জানিনা থাকবো কিনা কাল।
হতে পারে তোমায় উইশ করার এইটাই শেষ রাত।
তাইতো জানায় শুভ রাত্রী তোমায় আজ।
সবার চোখে ঘুম এখন নীরব রাত।
আমার চোখে ঘুম নেই কেন বলতে পারো?
কোনো সুখের আশায় আমার এই রাত জাগা,
কেন মন আজ দিশেহারা।
~গুড নাইট~
আরও পড়ুন: শুভ রাত্রি এসএমএস
চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঝিপোকাও চুপ।
আমি তোমায় এখনো বন্ধু মিস করছি খুব।
রাতের আঁধার ঘন কালো, এবার যান ঘুমোতে চলো।
রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা।
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা।
রাত মানে চোখটি বুজে স্মৃতির মোড়ক খোলা।
রাত মানে তোমাদের আমার শুভ রাত্রি বলা।
যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে,
কালো হয়ে যায় তুমি রঙিন থাকবে,
কারণ চোখ বন্ধ করলে তোমায়
রাজকন্যার মতো দেখায়।
~শুভরাত্রী~
আরও পড়ুন: ভালোবাসার এসএমএস
রাত শুধু আঁধার নয়, একটুখানি আলো,
রাত শুধু খারাপ নয়, স্বপ্নগুলো ভালো,
তাই ঘুমিয়ে পর, ভালো থেকো।
~শুভরাত্রি~
হালকা মেঘের পাখনা,
ভুলিয়ে দিয়ে ভাবনা,
একটি দুষ্ট চাঁদ জানায় তোমায়,
হচ্ছে গভীর রাত,
ওহে স্বপ্নের যাত্রী
জানায় তোমায় আমি মিষ্টি
শুভ রাত্রি।
রাতের তারা তাকিয়ে দেখো একা একা ভাসে,
সত্যিকারের বন্ধু পেলে মনে খুশি আসে,
রাত জাগা এক পাখি জানি আমার পথের যাত্রী।
সময় হলো তাইতো এবার জানায় শুভরাত্রী।
হয়তো বা স্বপ্ন গুলো হারিয়ে যায় কখনো,
স্মৃতিগুলো মুছে যায়নি কখনো।
আমার এই সময় পেতে তাকে,
নিঃশব্দ এই রাত্রীতে।
~শুভরাত্রী~
কাজে কাজে দিন শেষ ডুবলো আলো আধার হলো,
ফুলগুলো সুবাশ হারালো,
চাদ মামা আলো দিলো তুমি
এখন ঘুমিয়ে পর `শুভরাত্রি`
দিন গেলো ফুরিয়ে, রাত আসছে দাঁড়িয়ে,
পড়াশুনা ছেড়ে চলো ঘুমিয়ে পড়ি এখন,
স্বপ্ন যেন দেখতে পারি মনের মতন।
~গুড নাইট~
নীরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি,
মনে রেখো আমার এই বন্ধুর চিঠি,
বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিলো পারি,
এবার তবে ঘুমিয়ে পর না ঘুমালে পরী।
শুভরাত্রি।
রাত বলছে সে আমাকে ভীষণ ভালোবাসে,
তুমি স্বপ্ন দেখবে বলে দিনের শেষে এসে,
ঘুম পারবে বলে তোমায় মাথায় বুলিয়ে হাত,
এবার তবে ঘুমিয়ে পর জানায় শুভ রাত।
দিনের শেষে রাত্রি হলো
এবার বন্ধু ঘুমিয়ে পর,
ঘুমের দেশের পরশ মনি,
কাকে এখন ঘুম পারবি,
আমার বন্ধু একা আছে,
ঘুম আসছে না তোর চোখে,
তাকে গিয়ে ঘুম পারাবি
নইলে তোর সঙ্গে আড়ি।
নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে
নতুন পথের যাত্রী,
ক্লান্ত কণ্ঠে তাইতো জানায়
তোমায় শুভ রাত্রী।
স্বপ্ন মানে দিনের শেষ, স্বপ্ন মানে নেশা,
স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে থাকা আশা,
স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথের যাত্রী,
স্বপ্ন মানে মিষ্টি ঘুমে জানায় শুভরাত্রী।
দেহের ভিতর মন আছে, মনের ভিতর তুমি আছো।
বন্ধু হয়ে তোমার বুকে থাকতে চাই আমি।
কি রাখতে পারবে আমায়?
যেমন করে আমি রেখেছি বন্ধু তোমায়।
রাত মানে পাখির আবার নীড়ে ফায়ার আসা,
রাত মানে চাঁদের আলোয় মিষ্টি
ভালোবাসা রাত মানে দীর্ঘ এক প্রতীক্ষার শেষ,
রাত মানে চোখের পাতায় স্বপ্নেরবেশ।
~শুভরাত্রী~
যদি চাঁদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা।
তোমার বাড়ি যদি হতো কাছে,
আমি রোজ বলতে আসতাম একটি কথা।
~শুভরাত্রী~
আজকের এই উত্তাল রাতে, আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে, মনকে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানায় শুভরাত্রী।
বলবো না তোমায় আজ, রাতের পাখি হতে,
বলবো না তোমায় আজ, স্বপ্ন ছায়ায় পদ্ম পাতায় ভাসতে।
তুমি কি শুনবে, আমি যা বলবো।
আমি শুধু বলবো তোমায় শুভ রাত্রী।
আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভুলা মন,
মন চাইছে খুশি থাকুক আমার আপনজন।
নীল রঙের আকাশ এখন দেখা যাচ্ছে কালো,
আমি আছি বিন্দাস আর তোমরাও থেকো ভালো।
~গুড নাইট~
আজ রাতে কি আসবো একটু রোমাঞ্চ করতে?
আজ মুড ভালো আছে,
শুধু কিছু মিষ্টি কামড় দিবো,
জলদি রিপ্লাই দাও, ইতি তোমার মশা।
আকাশ এখানে অসীম নীলডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়।
ক্লান্ত দুপুর তোমাকে দাঁড়ায় এই দিগন্ত,
চোখের সীমানায় কি ডাকে নিঃশ্চুপ গভীর মায়ায়।
গুড নাইট।
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে,
মুঠোফোন তাই শান্ত,আমি রাত
জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত।
এই কথা যদি সে শুনতো ?
শুভ রাত্রি।
জানালার কাছে যাও দেখো,
কেও একজন তোমার হাসি মুখটা দেখবে বলে বসে আছে,
ভাবছো কি? ” চাঁদ” কারণ ওকে আমি
তোমাকে গুড নাইট উইশ করতে পাঠিয়েছি।
একটা দিন হারিয়ে গেলো রাত্রী আসবে বলে,
একটা পাখি ডাকছে আপন সুরে নীড়ে ফিরবে বলে।
একটা সূর্য হারিয়ে গেলো চাঁদ উঠবে বলে,
আমি আজ জেগে আছি তোমাকে শুভ রাত্রি বলবো বলে।
জোসনা ভরা চাঁদের আলো, বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো, ঘুম আমায় জানিয়ে দিলো ।
~শুভরাত্রি~
তোমার জন্য রাত আমার ভোর হতে চায়,
তোমার জন্য মন আমার পিছু ফিরে চায়।
তোমার জন্য দু এক ফোটা অঝোর শ্রাবন ঝরে।
সকাল বিকাল তোমার কথা ভীষণ মনে পরে।
~শুভ রাত্রী ~
জোনাকি হল রাতের বাতি।
স্বপ্ন নাকি ঘুমের সাথি।
মন হল মায়াবী পাখি।
ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি।
তাই জানাই তোমায় ‘শুভ রাত্রি’।
স্বপ্নে বন্ধু রাতের বেলা করবো খেলা খেলা এভাবেই থাকবো পাশে কাটবে রাতের বেলা দিনের শেষে নিশির রাতে ঘুম টা দিও টাইট তোমায় বন্ধু এখন আমি জানাই Good Night
মেঘে মেঘে ঢেকে গেছে আকাশ, একটু কোমল, একটু উদাস, আজ প্রভাতের বাতাস, আজ আছি জানিনা থাকবো কিনা কাল? হতেও পারে তোমায় উইশ করার এটাই শেষ রাত।
**শুভ রাত্রি**
দীপ নিভলো, রাত্রি হলো, আকাশ হলো কালো, এক ফালি চাদ হাসছে দেখো বলছো কিগো ভালো, রাত তো দেখি অনেক হলো যাও গো শুতে যাও, আসছি আমি পাহাড়া দিতে, নিশ্চিন্তে ঘুমাও।
**শুভ রাত্রি**
হারিয়ে যাও ঘুমের দেশে, স্বপ্ন গুলো ডাকছে এসে, জড়িয়ে ধরো কোলের বালিশ, জানাও তোমার মিষ্টি নালিশ, মনটা হঠাৎ বলছে এসে, যাবে নাকি পরীর দেশে?
**শুভ রাত্রি**
আজ আকাশে শুধু লেখো তারার মেলা, এই রাতে করবো স্বপ্ন নিয়ে খেলা, তুমিও সাজিয়ে নিয়ো স্বপ্ন গুলোকে, মনের মতো করে,
আমি ঘুমাতে গেলাম তোমায় **শুভ রাত্রি** বলে।
সকাল গেলো, দুপুর গেলো, বিকাল শেষে, সন্ধ্যা গেলো, এখন গভীর রাত্রি, বন্ধু বিদায় জানাই,
জানাই **শুভ রাত্রি**
রাতের আকাশের তারার ঝিকিমিকি, ঠান্ডা হাওয়া মনে শান্তি, তবে সবচেয়ে সুন্দর ওই আকাশের চাদ, আর তোমার মুখের হাসি।
**শুভ রাত্রি**
সুন্দর একটা দিন, রেখো চিরদিন, মধুর কিছু কথা, নেইযে কোন নিরবতা, স্বপ্নের রংঙে রাঙিয়ে নিয়ো মন, আর ভালো থেকো সারাটা জিবন।
**শুভ রাত্রি**
দেহের ভিতর মন আছে, মনের ভিতর তুমি আছো, বন্ধু হয়ে তোমার বুকে থাকতে চাই আমি, কি রাখতে পারবে আমায়? যেমন করে রেখেছি আমি বন্ধু তোমায়।
**শুভ রাত্রি**
হাজারো ব্যস্ততার মাঝে তোমার কথা ভাবি, খুলে দেখো দুটি আখি, নীল আকাশে উড়ছে পাখি, পাখিরা সবাই গেয়ে শুনায়, আমি এখন ভাবিছি তোমায়, **শুভ রাত্রি**
মিষ্টি তারা মুচকি হাসে, জ্বোনাকিরা উড়ছে গাছে, চাদ মামা ঝিমিয়ে আলো, বলছে তোমায় চোখ টা মেলো, না ঘুমালে ঘুমের পরী, স্বপ্ন তোমার করবে চুরি।
**শুভ রাত্রি**
দিন গেল ফুরিয়ে, রাত এসেছে দাঁড়িয়ে। পড়াশোনা ছেড়ে চলো ঘুমিয়ে পড়ি এখন, সপ্ন যেন দেখতে পাই মনের মতন।
শুভ রাত্রি
সবার চোখে ঘুম এখন নীরব রাত, আমার চোখে ঘুম নাই কেন বলতে পারো, কোন সুখের আশায় আমার এই রাত জাগা কেন মন আজ দিশে হারা।
গুড-নাইট
ভোরেরআলো উঠবে ফোটে রাতেরঅবসানে, তোমায় আবারজাগতে হবে নতুন আলোরটানে, নতুন দিনে চলতে হবে নতুনপথের যাত্রী, ক্লান্তক্ষনে তাইত জানাই শুভ রাত্রি।
রাত শুধু আধার নয়, একটু খানি আলো। রাত শুধু খারাপ নয়, স্বপ্ন গুলো ভালো। তাই ঘুমিয়ে পর,ভাল থেক।
শুভ রাত্রি
রাত শুধু আধার নয়, একটু খানি আলো। রাত শুধু খারাপ নয়, স্বপ্ন গুলো ভালো। তাই ঘুমিয়ে পর,ভাল থেক।
শুভ রাত্রি
সন্ধ্যা তোমার লালচে আকাশ, মনের ভুলের রাতে। না ঘুমোনো তারা কিছু, জাগবে তোমার সাথে।
শুভ রাত্রি
যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে কালো হয়ে যায় তবুও তুমি রঙ্গিন থাকবে , কারন চোখ বন্ধ করলেই তোমায় রাজ কন্যার মত দেখি,
শুভ রাত্রি
যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে কালো হয়ে যায় তবুও তুমি রঙ্গিন থাকবে , কারন চোখ বন্ধ করলেই তোমায় রাজ কন্যার মত দেখি,
শুভ রাত্রি
ফুলের পাঁপড়ি পাখনা মেলে ডাকছে তোমায় মিষ্টি হেসে, উঁকি দিয়ে এল বলছে তোমায় রাত্রি এবার হলো, আকাশ নীল পরীরা বলছে এবার ঘুমিয়ে পর।
লাগে যখন খুব একা, চাঁদ হয়ে দিবো দেখা, মনটা যখন থাকবে খারাপ, স্বপ্নে গিয়ে করবো আলাপ, কষ্ট যখন মন আকাশে, তারা হয়ে জ্বলবো পশে।
শুভ রাত্রী
বলো তো কোন সে বীর গান গাই মারে তীর, জানতাম পারবেনা, মশা মেরে ঘুমিয়ে পর।
শুভ রাত্রি
সারাদিন অনেককেই দেখতে পায়, কিন্তু রাতে শুধু তোমাকেই দেখতে চাই।
শুভ রাত্রী
হারিয়ে যাও ঘুমের দেশে, স্বপ্নগুলা দেখছে এসে। জড়িয়ে ধরো কোলের বালিশ, জানাও তোমার মিষ্টি নালিশ। মনটা হটাৎ বলছে এসে, যাবে নাকি পরীর দেশে।
শুভ রাত্রী
নিভলো আলো, রাত্রি এলো, আকাশ হলো কালো, এক ফালি চাঁদ হাসছে দেখো, বলছে থেকো ভালো, রাত তো অনেক হলো, এবার ঘুমাতে যাও, পাহারা দেবে এক ফালি চাঁদ, নিশ্চিন্তে ঘুমাও।
শুভ রাত্রী
ভালো থাকো বন্ধু তুমি, ভালো রাখো মন, মন যদি চাই তবে করিও স্মরণ, রাখো যদি বন্ধু আমায় তোমার মনে, পাবে তবে আমায় খুঁজে তোমার স্বপ্নে।
মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি তোমাদের কে জানাই শুভ রাত্রি।
রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা। রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা। রাত মানে চোখটি বুজে স্রিতির মোড়ক খোলা। রাত মানে তোমাদের আমার শুভ রাত্রি বলা
আমার কথা না ভেবেই তুমি ঘুমিয়ে পড়বে, এটা হতে পারে না। ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই.. তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না,এটাই হল ভালবাসা।
শুভ রাত্রি
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে, মুঠোফোন তাই শান্ত। আমি রাত জেগে দিচ্ছি পাহারা, মুঠোফোনের এই প্রান্ত । এ কথা যদি সে জানতো ?
শুভ রাত্রি
চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঁঝিঁ পোকারাও চুপ, আমি তোমায় এখনো বন্ধু মিস করছি খুব, রাতের আঁধার ঘন কালো, এবার প্রিয়া ঘুমাতে চল। শুভ রাত্রি
যদি চাদে না থাকে কলঙ্ক, মনে যদি না থাকে বেথা, তোমার বাড়ি যদি হতো কাছে- আমি রোজ বলতে আসতাম একটা কথা।
গুড নাইট
সবার চোখে ঘুম এখন নীরব রাত, আমার চোখে ঘুম নেই কেনো বলতে পারো ?
কোন শুখের আসায় আমার এই রাত জাগাঁ ?
কেনো মন আজ দিশে-হারা।
গুড নাইট।
ভরের আলো উঠবে ফুটে রাতের অবসানে, তুমায় আবার জাকতে হবে নতুন আলোর টানে, নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী,
ক্লান্ত ক্ষনে তাইতো জানাই শুভ রাত্রি
রাত শুধু আঁধার ৯, একটু খানি আলো। রাত শুধু খারাপ ৯, স্বপ্ন গুলো ভালো। তাই ঘুমিয়ে পড় ,ভাল থেকো।
শুভ রাত্রি
যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে, কালো হয়ে যায় তুমি রঙিন থাকবে, কারণ চোখ বন্ধ করলে তোমায় রাজকন্যার মতো দেখায়।
শুভ রাত্রি
রাত শুধু আঁধার নয়, একটুখানি আলো, রাত শুধু খারাপ নয়, স্বপ্নগুলো ভালো, তাই ঘুমিয়ে পর, ভালো থেকো।
শুভ রাত্রি
হালকা মেঘের পাখনা, ভুলিয়ে দিয়ে ভাবনা, একটি দুষ্ট চাঁদ জানায় তোমায়, হচ্ছে গভীর রাত, ওহে স্বপ্নের যাত্রী জানায় তোমায় আমি মিষ্টি শুভ রাত্রি
দিন গেলো ফুরিয়ে, রাত আসছে দাঁড়িয়ে, পড়াশুনা ছেড়ে চলো ঘুমিয়ে পড়ি এখন, স্বপ্ন যেন দেখতে পারি মনের মতন।
গুড নাইট
নীরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি, মনে রেখো আমার এই বন্ধুর চিঠি, বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিলো পারি, এবার তবে ঘুমিয়ে পর না ঘুমালে পরী।
শুভ রাত্রি
আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভোলা মন । মন চাইছে খুশি থাকুক আমার আপনজন । নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো, আমি আছি বিন্দাস আর তোমরাও থেকো ভালো ।
শুভ রাত্রী
সন্ধ্যা তোমার লালচে আকাশ, মনের ভুলের রাতে। না ঘুমোনো তারা কিছু, জাগবে তোমার সাথে।
Good Night…
বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পরছে.. ওদিক থেকে ঘুমের একটি হাওয়া বার বার শরীরে ছুঁয়ে যাচ্ছে… কিন্তু দায়িত্ত্ব আর অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না।
Good Night
স্বপ্ন মানে বাতির খেলা !!
স্বপ্ন মানে ভালোবাসা !!
স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা !!
স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী !!
স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায় শুভ রাত্রি!!
ভোরের আলো উঠবে ফোটে রাতের অবসানে,
তোমায় আবার জাগতে হবে নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী,
ক্লান্ত ক্ষনে তাইত জানাই এবার Good Night।
কিছু মানুষ ভালোবাসে,
কিছু মানুষ স্বপ্ন বাধে।
কিছু মানুষ আধার রাতে,
চাঁদের সাথে কথা বলে।
কিছু মানুষ দুঃখ পোষে,
কিছু মানুষ কষ্ট খোঁজে।
কিছু মানুষ জোছনা রাতে,
একাকী হয়ে চোখের জল ফেলে।
Good Night
আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভুলা মন। মন চাইছে খুশি থাকুক আমার আপনজন। নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো, আমি আছি বিন্দাস আর তোমরাও থেক ভালো।
Good Night
ঘুমের পরি নেমে এলো বলছে শুতে যাও ঘরে গিয়ে চোখটা বুজে নিশ্চিন্তে ঘুমাও পরির দেশে নিয়ে যাবো, করবো কতো খেলা সারারাত কেটে যাবে কাটবে সারা বেলা।
গুড নাইট
নিঃশব্দ আকাশ নিঃশব্দ বাতাস, পাখিরাও সব হয়েছে চুপ.. তোমার কথা এখন আমার, মনে পড়ছে খুব তোমার কথা ভেবে ভেবে, সূর্য মামা ডুবে গেলো।। রাতের বেলা আলো ছড়াতে চাঁদ মামা নেমে এলো।
গুড নাইট
রাতের এই ঘনো ঘটায়, তারার ওই জোস্নায় দেখেছি কতো মেলা, কেটেছে সারা বেলা, চাঁদের ওই সুন্দর রূপ টাতে, দেখেছি কতো স্বপ্ন তোমার ওই মুখটাতে।
শুভ রাত্রি
সকাল শেষ হল নিরিবিলিতে, দুপুর শেষ হল ক্লান্তিতে, বিকাল শেষ হল নিরিবতায়, রাত্রি শুরু হল তাঁরা ও চাঁদের খেলায়, তুমার রাতের সময়টা কাটুক স্বপ্ন গেরা।
শুভ রাত্রি
সকাল গেলো দুপুর গেলো,
বিকেল শেষে সন্ধ্যা গেলো,
এখন গভীর রাত্রি,
বন্ধু বিদায় জানাই,
জানাই শুভ রাত্রি,
গভীর ঘুমে স্বপ্ন লোকে,
হয় যেন মিষ্টি,
নতুন প্রভাতের সন্নিকটে জানাই “”শুভ রাত্রি””