কষ্টের এস এম এস স্ট্যাটাস sms মেসেজ কবিতা ক্যাপশন

কষ্টের এস এম এস স্ট্যাটাস sms মেসেজ কবিতা ক্যাপশন আমরা তখনই পড়ি যখন আমরা খুব কষ্ট পাই। আর যে কষ্ট গুলো কাউকে মুখের ভাষায় বোঝানো সম্ভব নয় কারন কষ্ট গুলোর গভীরতা অনেক। আর সে জন্যই এই কষ্টগুলোকে প্রিয় মানুষটি যেনো বুজতে পারে সে জন্য লিখনির মাধ্যমে তাকে বোজানোর চেষ্টা করা হয়ে থাকে।

তাই বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আমার কিছু কষ্টের এস এম এস তুলে ধরবো। আশা করি আপনাদের কষ্ট কিছুটা হলেও আমার এই এস এম এস এর কারনে লাঘব হবে।

bangla koster sms

আমি হাসি মুখে কথাবলি, সবার সাথে মিশে চলি,

দুঃখ পেয়ে গোপন রাখি, সবাই ভাবে আমিসুখি,

আসলে সুখি আমি নয়……

আমার জীবনটা সুখের অভিনয়!!!

 

আরও পড়ুন: মন ভাঙ্গার এসএমএস


হাসি সব সময় আনন্দের অনুভুতি বুঝায়না

এটা মাঝে মাঝে এটাও বোঝায়,

আপনি কতটা কষ্ট লুকাতে পারেন

 

আরও পড়ুন: কাদাঁনোর এসএমএস


কষ্টের সাথে যাদের বসবাস,

রাতটা তাদের জন্য যেকি কষ্টের সেটা শুধুই তারা জানে

সারাদিন কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে যেনো কোনো ভাবেই ঠেকানো যায়না

বুক ফেটে কষ্ট গুলো বের না হলেও,

চোখ দিয়ে বের হয়ে আসে অশ্রু


নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড়দায়, সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়আসলে কারো অন্তরে ভালোবাসা থাকেনা, স্বার্থের জন্যে আসে কাছে মনে অন্য আশাস্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে


সব সময় নিজেকে খুব একাভাবি,, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই।

মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি,, পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা।


ঐ বিশাল আকাশের কষ্ট কি মানুষের চেয়েও বেশি? ইচ্ছে হলেইতো আকাশ তার জমেথাকা কষ্টগুলো বৃষ্টি দিয়ে ঝরিয়ে দিতে পারে। কিন্তু মানুষ?

কিছু মানুষ আছে যারা জমে থাকা কষ্ট গুলো অশ্রুহয়ে ঝরিয়ে দিতে পারেনা। বুকের ভেতর কষ্ট গুলো জমাট বেঁধে থাকে।আর সেই কষ্টগুলো ধারন করার ক্ষমতা ওই বিশাল আকাশেরও নেই।


তোমাকে মনে পড়েনা এমন কোনো মুহূর্ত নেইআর বৃষ্টি হলেতো মন কে ধরেই রাখতে পারিনামনের জমানো সব কষ্ট বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে গড়িয়ে পড়তে চায়আজসেই বৃষ্টি হচ্ছেবৃষ্টির সাথে কেমন যানো একটা গভীর সম্পর্ক তৈরী করে ফেলেছি নিজের অজান্তেইতাইতো বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেলো আমার চোখের বৃষ্টি!


যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমিতোমার এক ফোঁটা অস্রুর কারন হব আমিতবে সত্যি বলছি আমি কখনোই আসতামনা তোমার জীবনে!! শুধু দুর থেকে ভালবেসে যেতাম তোমায়!!!


প্রেম করিনি কষ্ট পাওয়ার ভয়ে, কাউকে মন দেইনি মনের মানুষ পাইনি বলে, আজো একা আছি আমি সেই স্বপ্নের রাজকুমারীর দেখা পাবো বলে


এই কেমন অবাক পৃথিবীতে বাস করি, ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও, তা বোঝার মত কেউ নেই


কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন,, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন.. তারার সাথে থাকি আমি,, চাদের পাশাপাশি,, আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি..!!


বসে আছি আমি একা, ভাবছি তোমায় নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ চোখে এল জল

তুমি জানো আমার এইচোখের জল আনন্দের নয়, অনেক কষ্টের আর এই কষ্টের কারন হলে তুমি. কেনো দিলে আমাকে এতোকষ্ট? আমিতো তোমাকে দেইনি,তবে তুমি কেনো ভাল থাকো অনেক সুখে থাকো আমি দোয়া করি


এক সাগর কষ্ট বুকে,, কষ্টের কথা বলি কাকে?? যার কারনে নিস্ব হলাম,, সে তো আছে বেশ সুখে,, আর আমার কথা ভুলেই গেছে..!!


তোকে ছাড়া কষ্টে কাটে দিন, খুজবি আমায়, বুজবি সেদিনবাজবে যেদিন আমার মরন বীন


যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে, সে সত্যিকার অর্থে প্রিয় মানুষটিকে ভালোবাসে তাকে কখনো ভুলতে পারেনা


রেখে গেলে নখের আচড় বুকের আশপাশে, রেখে যাওয়া অনেক কথা মনে জমা আছে, রেখে গেলে আদর বেলায় কাচের চুড়ি, রেখে যাওয়া আগুনে আজ একাই আমি পুড়ি, আমার সাথে ঘুমিয়ে থাকার করে দিয়ে ইতি, যাবার সময় রেখে গেলে অনেক গুলো স্মৃতি


তুমি হারিয়ে গেছ তাতে কি? তোমার মাঝে আমি এখনো আছি, কি ভাবছো? চোখ বন্ধ করে আমায় অস্বীকার করতে পারবে কি? ভালোবাসতে চেয়েছি, ভালোবেসেছি, তুমি ভালোবাসনি তাতে কি?


আমিতো এখনো তোমায় ভালোবাসি……. ….. আমি সুখে নেই, তাতে কি? তোমার সুখেই তো আমি সুখী, অভিমানী বুঝলেনা তুমি…… তাইতো চলে গেলাম দূরে……. তোমাকে ভালো রাখতে গিয়ে


এখন আমি শুধু একা………… . এই একাকীত্ব জীবনের পথ বড় বেশি আঁকাবাঁকা, যেতে হবে আমায় একা একা………… . দুঃখ নেই তাতে তুমিতো ভালো আছো, তা দেখেই চলে যাবে আমার সারাটা দিনের মেঘলা আকাশ বৃষ্টি..!!!


চলেই যদি যাবে, তবে কেন এসেছিলে আমার সাজানো জীবনে,? ভালইতো ছিলাম একা একা, একাই পথ চলতে শিখেছিলাম, চলছিলামও বেশ ভালই, হটাৎ করেই জীবনে এলে তুমি, স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে, চলেও গেলে দূরে, মাঝখানে এলোমেলো করে দিয়ে, আমার সাজানো পৃথিবীটাকে,


তোমার জন্য আমি আর কাঁদিনা। কাঁদলেও চোখের পানি ঝরেনা, চোখের পানি ঝরলেও কষ্টহয়না, কষ্টহলেও আমি আর তোমাকে ভালোবাসিনাভালবাসলেও তোমাকে বলবোনা, জানি বললেও তুমি শুনবেনা, শুনলেও তোমার কিছুই আসে যায়না। কারণ আমি আজ নিঃস্ব, বড়ই নিঃস্ব।


আজও কেন কাদাঁ য়তোমার দেয়া স্মৃতিগুলো, ভেঙে দেয় মন অবেলায়, একা পরে থাকে তোমার লেখা চিটি গূলো। শূণ্যতায় দিন যে হারায়সে কী জানে ভাংগা মনে কেউ তো বাসেনা ভালো খুব গোপনে, কতো যে ফাগূনে শরৎ বিকেলে ভিজে শ্রাবনে তুমিতো এলেনা ফিরে এমনেতোমায় ছুঁয়ে ছুঁয়ে…. মেঘের আঁচল টুরে কোথাও নিয়ে যায়


তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবেনা তুমি. সে কথা বোকার মত বিশ্বাস করেছিলাম আমিআজ পৃথিবী ঠিকআছে কিন্তু বদলে গেছ তুমি


কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারেনা, ভালবাসা ছাড়া কোন সম্পর্ক তৈরি হয়না.. জীবনে একটা কথা মনে রেখো, কাওকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায়না


জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয়নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়


কষ্ট আমার বুকের পাঁজর, বুকে চেপে রাখি অসহায় মন নিয়ে সবার মাঝে হাসিসুখ আমার চোখের কাঁটা থাকে সে দূরে তাইতো আমি একা একা নিরবে যাই কেঁদে


ফেলে আসা এক নদীর ধারে খুজে বেড়াই আমি তারেদেয়না দেখা আমায় কভু তার খেয়াল রেখো তুমি প্রভু


নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে


মনে রাখবো তোমাকে চিরদিন তুমি যেখানেই থাকো যতদিন তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘর যদিও তুমি হয়ে গেছো আমার পর তবুও মিস করবো তোমায় জীবন ভর


সব সময় নিজেকে অনেক একা ভাবি, কারন জানি পাশে থাকার মত কেউ নেইমাঝে মাঝে কাউকে অনেক আপ নভাবি, পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা

Leave a Comment