বসন্তের স্ট্যাটাস বসন্ত নিয়ে উক্তি ক্যাপশন এসএমএস কবিতা

বসন্তের স্ট্যাটাস বসন্ত নিয়ে উক্তি ক্যাপশন এসএমএস কবিতা কিছু কথা নিয়ে হাজির হলাম বন্ধুরা। হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক এরকম করেই কবি নির্মলেন্দু গুণ তার কবিতায় বসন্তকে উল্ল্যেখ করেছেন।

একটি কবিতা,
একটি পলাশ,
একটি কোকিল,
তুমি আর আমি,
সব মিলিয়ে আজ,
**বসন্ত**

ফুল ফুটলো রাশি রাশি,
উদাস মনটা বেজাই খুশি।
বসন্তের আগমনে,
ফুল ফুটেছে সব বাগানে।
তাই কোকিল গান করে,মনের টানে।

“শুভ বসন্ত”**
বসন্তের status বসন্তের sms বাংলা বসন্ত sms bangla বসন্তের শুভেচ্ছা বার্তা বসন্তের বাংলা মেসেজ।

এখনো দেখনি তুমি ? ”কহিলাম” কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুস্পসাজ।

আমাকে পাবে না খুঁজে, কেঁদে কেটে মামুলি ফালগুনে।

কখনো বাগান, কখনো দিগন্ত কখনো শ্রাবণ, কখনো বসন্ত আমি সেই তোমাকেই খুঁজি।

প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে,
মনের মাঝে একটি সুর বাজে,
শিমুলের বনে আজ লেগেছে আগুন,
আজ কি তবে আবার এসেছে ফাগুন।

দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি।

কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না।

সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি
সামনে যকে দেখেছে সেজন কি তুমি?
বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা
খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা।

বিহুরে লগন মধুরে লগন, অকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে অসিল রে।

তাহার নাচ দেখি অমার অঙ্গ অবস হয় ঢোলের কাঠি দুহাত থিকে অপনি খসি যায় জগত জুড়ি বিহুর পরব খুসি জে ছড়ায় বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়।

হলুদ বরন মেঘলা এ তার যৌবন উছলায় লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায় খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায় বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়।

Leave a Comment