২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে এসএমএস। ২১ শে ফেব্রুয়ারি বাংঙ্গালী জাতির জন্য একটি স্বরনীয় দিন। তাই এই দিনে আপনার আত্মীয় স্বজন বন্ধু-বান্ধবদের সাথে ২১ শে ফেব্রুয়ারির এসএমএস শেয়ার করতে পারেন।
প্রানটা জুরে যায়
যখন শুনি গ্রাম বাংলার গান,
মন ভরে যায়
যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়,
গরভে বুকটা ভরে উঠে তাদের জন্য
যারা জীবন দিয়েছে ভাষার তরে।
ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
ফাল্গুণ মানে ফুটন্ত লাল গোলাপ,
ফাল্গুণ মানে স্বাধীনতার আলাপ,
ফাল্গুণ মানে ভাষার মেলা
আমার তোমার সবার।
সবাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
আরও পড়ুন: ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কবিতা
বাংলাদেশের সোনার ছেলে,
ভাষা শহিদ দের দল।
জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল…
তাদের দানে আজকে মোরা
স্বাধীন ভাবে বাংলা বলি।
সেই সোনাদের ত্যাগের কথা
কেমন করে ভুলি।
ও মা কেমন করে ভুলি বল
২১শে ফেব্রুয়ারী?
আমার পরানে আজও তাদের সুর বাজে।
বুকের তাজা রক্তে যারা
লিখে ছিল বাংলা ভাষা।
২১শে ফেব্রুয়ারী প্রভাতে ফুল দিয়ে ও মা
পুরন হবে কি তাদের আশা?
আরও পড়ুন: ২১ শে ফেব্রুয়ারি নিয়ে স্ট্যাটাস
রফিক, সালাম, বরকত
আরো হাজার বীর সন্তান,
করল ভাষার মান রক্ষে
বিলিয়ে আপন পরান।
যাদের রক্তে রাঙ্গানো একুশ
ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা
ধন্য ওদের পরান…
মুক্ত বাংলা যুক্ত কর,
সোনার বাংলা ধন্য কর,
মুক্ত বাংলা সবার আছে।
যুক্ত করা মোদের আশা,
বাংলা ভাষা পরানের ভাষা।
যদি এই ভাষাটা না থাকত
তবে এত কাব্য এত কবিতা কে লিখত।
যদি এই ভাষাটা না থকত
তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
যদি এই ভাষাটা না থাকত
তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
রক্তে কেনা বাংলা আমার
লাখো শহীদদের দান,
তবুও কেন বন্ধু আমার
বিদেশের প্রতি টান…
সকাল বেলা পান্তা খেয়ে
বৈশাখের ঐ দিনে,
বিকেল বেলায় উঠছো আবার
ইংলিশ, হিন্দি গানে মেতে…
দোয়ারে বসে মা আবার ধান ভাঙ্গে,
বিন্নি ধানের খৈ ভাজে,
খোকা তার কখন আসে
কখন আসে।
আরও পড়ুন: একুশের কবিতা
যে ভাষার জন্য আমাদের এত গৌরব…
যে ভাষার জন্য এত রক্তপাত…
যে ভাষা আমাদের করেছে এত মহান…
সেই ভাষা শহীদদেরকে কি মোরা
ভুলিতে কখনো পারি…
মনে পরে ৫২ এর কথা,
মনে পরে ২১শে ফেব্রুয়ারীর কথা।
যখন হারিয়েছি ভাইদের,
দিয়েছে রক্ত ভাষার জন্যে।
ফেব্রুয়ারী আমার ভাইয়ের,
ফেব্রুয়ারী আমার মায়ের,
একুশে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি…
ফেব্রুয়ারী ফেব্রুয়ারী
বাংলা ভাষার মাস।
বাংলা আমার মাতৃভাষা
মিটাই মনের আশ।
ধন্য আমার বাংলার মাটি,
যেথায় জন্মেছে লাখো বীর সন্তান,
সালাম জানাই বীর সন্তানদের,
সালাম জানাই ৩০ লক্ষ সহীদদের প্রতি।
আরও পড়ুন: ২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি
রক্তে লিখা একটি দিন,
নাম তার ২১শে ফেব্রুয়ারী।
শ্রদ্ধায় আজ সিক্ত জাতী,
জানাই মোরা ফুল দিয়ে প্রিতি।
বাকি ৩৬৪দিন শহীদ মিনার
কাটে যে অবহেলায়।
আজ তুই জবাব দে মা,
যাদের জন্য জবাফুল হল লাল।
রক্ত তে ভেসেগেল বাংলার মাটি,
১দিন স্মরণ করে কি শোধ হবে,
৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।
আজ হল ২১শে ফেব্রুয়ারী
এই দিনে অনেক রক্তের বিনিময়ে
পেয়েছি মোদের বাংলা ভাষা।
পারব কি মোরা সেই শহীদদের প্রতি
দেখাতে সম্মান।
যদিও না পারি অদের মত রক্ত দিতে,
তবুও যেন তাদের মর্যাদা রাখতে পারি,
শহীদদের স্মরণে…
মধুর চেয়ে আছে মধুর
সে আমার এই দেশের মাটি,
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চেয়ে খাঁটি।
আমরা ভুলিনি তোমাদের
ভুলিনি তোমাদের রক্তের স্রোত ধারা।
তোমাদের জানাই লক্ষ সালাম,
অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে
গভীর শ্রদ্ধা।
আর শুধুই বলি-
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
জান দিয়েছে দেয়নি তবু
বাংলা ভাষার মান।
নির্ভয়ে তাই গাইতে পারি
এমন ভাষার গান।