Bangla good night SMS, Shuvo Ratri SMS big list here. Hello friends I hope you are very well. Today I will share with you bangle good night SMS, Bengali Shuvo Ratri message status and many more. In this post, you will get a special bangle good night SMS that you never get other sites. You can send our SMS to any mobile, you just need to copy one and past your message write box and then send it. And you can share our Bangla good night SMS on your facebook profile.
বাংলা শুভ রাত্রি এসএমএস কালেকশন।
চাদের আলো ঝিমিয়ে গেছে, ঝি ঝি পোকাও চুপ,
আমি তোমায় এখনো বন্ধু মিস করছি খুব,
রাতের আধার ঘনো কালো, আবার জান ঘুমুতে চলো।
**শুভ রাত্রি**
আরও পড়ুন: Bangla Sad Sms
দিনের আলো নিবে গেছে, আজ চাদ উঠবে কিনা জানিনা,
তবে আমার চোখে ঘুম আসছে না,
কারন তুমি ভালোই জানো,
তবুও বলবো ঘুমাও বন্ধু।
**শুভ রাত্রি**
আরও পড়ুন: Bangla Eid Sms
ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখো মনের মানুষ নিয়ে,
রাতের আকাশে ভেসে যেও খুশির গান গেয়ে,
যে তারাটা দেখবে তুমি সবচাইতে উজ্জল,
আমার হয়ে সে তোমায় বলবে **শুভ রাত্রি**
মিষ্টি তারা মুচকি হাসে, জ্বোনাকিরা উড়ছে গাছে,
চাদ মামা ঝিমিয়ে আলো,
বলছে তোমায় চোখ টা মেলো,
না ঘুমালে ঘুমের পরী, স্বপ্ন তোমার করবে চুরি।
**শুভ রাত্রি**
হাজারো ব্যস্ততার মাঝে তোমার কথা ভাবি,
খুলে দেখো দুটি আখি,
নীল আকাশে উড়ছে পাখি,
পাখিরা সবাই গেয়ে শুনায়, আমি এখন ভাবিছি তোমায়,
**শুভ রাত্রি**
দেহের ভিতর মন আছে,
মনের ভিতর তুমি আছো,
বন্ধু হয়ে তোমার বুকে থাকতে চাই আমি,
কি রাখতে পারবে আমায়?
যেমন করে রেখেছি আমি বন্ধু তোমায়।
**শুভ রাত্রি**
সুন্দর একটা দিন, রেখো চিরদিন,
মধুর কিছু কথা, নেইযে কোন নিরবতা,
স্বপ্নের রংঙে রাঙিয়ে নিয়ো মন,
আর ভালো থেকো সারাটা জিবন।
**শুভ রাত্রি**
রাতের আকাশের তারার ঝিকিমিকি,
ঠান্ডা হাওয়া মনে শান্তি,
তবে সবচেয়ে সুন্দর ওই আকাশের চাদ, আর তোমার মুখের হাসি।
**শুভ রাত্রি**
তুমি আমার ঘুম, তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা,
তুমি আমার সুখ, তবুও তোমায় নিয়ে ঘর বাধিনা,
তুমি আমার খোলা আকাশ, কখোনো সূর্য দেখিনা,
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা।
**শুভ রাত্রি**
সকাল গেলো, দুপুর গেলো,
বিকাল শেষে, সন্ধ্যা গেলো,
এখন গভীর রাত্রি,
বন্ধু বিদায় জানাই, জানাই
**শুভ রাত্রি**
রাত মানে পাখির আবার নিড়ে ফিরে আসা,
রাত মানে চাদের আলোয় মিষ্টি ভালোবাসা,
রাত মানে দীর্ঘ এক প্রতীক্ষার শেষ,
রাত মানে চোখের পাতায়
স্বপ্নেরা বেশ।
১ টা তারা রাতের বেলা নীল আকাশের গায়,
ছড়িয়ে দিলো স্বপ্ন গুলো মেঘ এর আঙিনায়,
তুমি ঘুমাও আমিও ঘুমাই চলো ঘুম এর দেশে যাই,
স্বপ্ন গুলো ছড়িয়ে থাক, মোদের অপেক্ষায়,
**শুভ রাত্রি**
নিবিলো আলো, রাত্রি এলো,
আকাশ হলো কালো,
১ ফালি চাদ হাসছে দেখো, বলছে খেকো ভালো,
রাত তো অনেক হলো, এবার শুতে যাও,
পাহারা দেবো ১ ফালি চাদ, নিশ্চিন্তে ঘুমাও।
**শুভ রাত্রি**
রাত মানে গভীর নেশায়, স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থেকে উস্ন ভালোবাসা,
রাত মানে চোখটি বুঝে স্মৃতির দোকান খোলা,
রাত মানে তোমাকে আমার **শুভ রাত্রি** বলা।
অনেক তারা ঝিকিমিকি চাদের পাশে পাশে,
এইতো বাতাস শিরশিরিয়ে তোমার কাছে আসে,
দুচোখ ভরে স্বপ্ন নিয়ে ঘুমের পরী এলো,
এবার ঘুমিয়ে পরো অনেক রাত তো হলো,
**শুভ রাত্রি**
আজ আকাশে শুধু লেখো তারার মেলা,
এই রাতে করবো স্বপ্ন নিয়ে খেলা,
তুমিও সাজিয়ে নিয়ো স্বপ্ন গুলোকে,
মনের মতো করে,
আমি ঘুমাতে গেলাম তোমায় **শুভ রাত্রি** বলে।
রাতের গভীর কালো আখি, স্বপ্ন মনে দেয় যে উকি,
মন ভেসে যায় হেথায়,
নাগাল পাওয়া যে বড়ই দায়,
চাদের চোখে হালকা হাসি,
জানাই তোমায় **শুভ নিশি**
তোমার জন্য রাত আমার ভোর হতে চায়,
তোমার জন্য মন আমার পিছন ফিরে চায়,
তোমার জন্য দু একফোটা অঝোর শ্রাবন ঝরে,
সকাল-বিকাল তোমার কথা ভিষন মনে পড়ে।
**শুভ রাত্রি**
নিশি রাতে আমি করতে ছিলাম চুরি,
ভয়করোনা ভুলেও মারবো নাকো বাড়ি,
অন্ধকার চারিধিক রাত্রি নিঝুম,
আমি শুধু চুরি করবো তোমার রাতের ঘুম।
**শুভ রাত্রি**
স্বপ্ন মানে দিনের শেষ, স্বপ্ন মানে নেশা,
স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে থাকা আশা,
স্বপ্ন মানে দু:খ ভুলে নতুন পথের যাত্রি,
স্বপ্ন দেখো মিষ্টি ঘুমে জানাই **শুভ রাত্রি**
দিনের শেষে রাত্রি আসে, চাদ মামা ওই আকাশে হাসে,
ক্লান্ত এই শরীর মন, খুজে নেয় ঘরের কোণ,
রাতকে আরো নিঝুম করি, এসো সবাই ঘুমিয়ে পরি,
তার আগে নিও **শুভ রাত্রি**
হারিয়ে যাও ঘুমের দেশে,
স্বপ্ন গুলো ডাকছে এসে,
জড়িয়ে ধরো কোলের বালিশ,
জানাও তোমার মিষ্টি নালিশ,
মনটা হঠাৎ বলছে এসে,
যাবে নাকি পরীর দেশে?
**শুভ রাত্রি**
দুষ্ট রাতের মিষ্টি আকাশ, লাগছে কতো ভালো,
চাদনী রাতে ১ টু আলো অনেকখানি কালো,
আমি এখন ঘুমাতে যাই, ঘুম পেয়েছে বড়ো,
তোমায় জানাই শুভ রাত্রি, তুমিও ঘুমিয়ে পড়ো,
আসবো রাতের স্বপ্ন হয়ে, থাকবো আমি কাছে,
খুলতেই চলে যাবো ভোরের আলোর দেশে,
দিয়ে যাবো কিছু স্মৃতি আজ এই রাতে,
**শুভ রাত্রি** জানাই তোমায় ভালোবাসার সাথে।
গভীর রাতে শান্ত আকাশ, মৃধু সূরে বইছে বাতাস,
আকাশ ভরা লক্ষ তারা, কুয়াশা গুলো দিচ্ছে সারা,
নিভিয়ে দিলাম আলোর বাতি,
তোমায় জানাই **শুভ রাত্রি**
দীপ নিভলো, রাত্রি হলো, আকাশ হলো কালো,
এক ফালি চাদ হাসছে দেখো বলছো কিগো ভালো,
রাত তো দেখি অনেক হলো যাও গো শুতে যাও,
আসছি আমি পাহাড়া দিতে, নিশ্চিন্তে ঘুমাও।
**শুভ রাত্রি**
হালকা মেঘের পাখনা,
ভুলিয়ে দিয়ে ভাবনা,
একটি দুষ্ট চাদ,
জানাই তোমায়, হচ্ছে গভীর রাত,
ওহে স্বপ্নের যাত্রী, এসএমএস এ জানাই তোমায় মিষ্টি **শুভ রাত্রি**
ভালো থেকো বন্ধু তুমি, ভালো রেখো মন,
মন যদি চায় তবে করিও স্মরন,
রাখো যদি বন্ধু আমায় তোমার মনে,
পাবে তবে আমায় খুজে তোমার স্বপনে।
**শুভ রাত্রি**
নিরব রাত, ঘুম পরীরা হাসছে মিটি মিটি,
মনে রেখো আমার এই বন্ধুত্বের চিঠি,
বন্ধু তোমায় দেখে আমার মনটা দিলো পাড়ি,
এবার তবে ঘুমিয়ে পড়ো, না ঘুমালে আড়ি।
মেঘে মেঘে ঢেকে গেছে আকাশ,
একটু কোমল, একটু উদাস, আজ প্রভাতের বাতাস,
আজ আছি জানিনা থাকবো কিনা কাল?
হতেও পারে তোমায় উইশ করার এটাই শেষ রাত।
**শুভ রাত্রি**
প্লিজ ঘুমাও, কি ঘুম পাচ্ছে না?
যা খুশি করো, শুধু আমাকে একটু ঘুমাতে দাও।
রাতের আকাশের জ্বোসনা মাখা,
চাদের আলোর পরশ দিয়ে তোমায় জানাই
**শুভ রাত্রি**
রাতের আকাশে এ শুধুই তারা,
ক্লান্ত পাখির ঘরে ফেরা,
প্রতিদিন এর মতো আজো রাত এ এসএমএস **শুভ রাত্রি** ছাড়া।
দীপ নিভলো, রাত্রি হলো, আকাশ হলো কালো,
এক ফালি চাদ হাসছে দেখো বলছো কিগো ভালো,
রাত তো দেখি অনেক হলো যাও গো শুতে যাও,
আসছি আমি পাহাড়া দিতে, নিশ্চিন্তে ঘুমাও।
**শুভ রাত্রি**