২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি বানী স্ট্যাটাস

২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি, বানী স্ট্যাটাস এবং কথা সমূহ। ২১ শে ফেব্রুয়ারি বাঙ্গালী জাতীর জন্য এক গুরুত্ব পূর্ন অধ্যায় এই দিন ভাষার দাবীতে শহীদ হয়েছিলো রফিক, আব্দুল জব্বার, শফিক, আব্দুস সালাম, বরকত এবং আরও অনেকজন। তাই আজকে ২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি, বানী, স্ট্যাটাস এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো।

২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি

প্রানটা জুরে যায়

যখন শুনি গ্রাম বাংলার গান,

মন ভরে যায়

যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়,

গরভে বুকটা ভরে উঠে তাদের জন্য

যারা জীবন দিয়েছে ভাষার তরে।

 

আরও পড়ুন: ২১ শে ফেব্রুয়ারি কবিতা

 

বাংলাদেশের সোনার ছেলে,

ভাষা শহিদ দের দল।

জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল

তাদের দানে আজকে মোরা

স্বাধীন ভাবে বাংলা বলি।

সেই সোনাদের ত্যাগের কথা

কেমন করে ভুলি।

 

২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি

রফিক, সালাম, বরকত

আরো হাজার বীর সন্তান,

করল ভাষার মান রক্ষে

বিলিয়ে আপন পরান।

যাদের রক্তে রাঙ্গানো একুশ

ওরা যে অম্লান,

ধন্য আমার মাতৃভাষা

ধন্য ওদের পরান

 

আরও পড়ুন: ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষনবক্তব্য

 

মুক্ত বাংলা যুক্ত কর,

সোনার বাংলা ধন্য কর,

মুক্ত বাংলা সবার আছে।

যুক্ত করা মোদের আশা,

বাংলা ভাষা পরানের ভাষা।

 

২১ শে ফেব্রুয়ারি নিয়ে স্ট্যাটাস

রক্তে কেনা বাংলা আমার

লাখো শহীদদের দান,

তবুও কেন বন্ধু আমার

বিদেশের প্রতি টান

সকাল বেলা পান্তা খেয়ে

বৈশাখের ঐ দিনে,

বিকেল বেলায় উঠছো আবার

ইংলিশ, হিন্দি গানে মেতে

 

দোয়ারে বসে মা আবার ধান ভাঙ্গে,

বিন্নি ধানের খৈ ভাজে,

খোকা তার কখন আসে

কখন আসে।

 

মধুর চেয়ে আছে মধুর

সে আমার এই দেশের মাটি,

আমার দেশের পথের ধূলা

খাঁটি সোনার চেয়ে খাঁটি।

 

২১ শে ফেব্রুয়ারি নিয়ে স্ট্যাটাস

আমরা ভুলিনি তোমাদের

ভুলিনি তোমাদের রক্তের স্রোত ধারা।

তোমাদের জানাই লক্ষ সালাম,

অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে

গভীর শ্রদ্ধা।

আর শুধুই বলি-

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো

একুশে ফেব্রুয়ারী

আমি কি ভুলিতে পারি।

 

জান দিয়েছে

দেয়নি তবু বাংলা ভাষার মান।

নির্ভয়ে তাই গাইতে পারি

এমন ভাষার গান।

2 thoughts on “২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি বানী স্ট্যাটাস”

Leave a Comment