সর্বাধিক জনপ্রিয় ফেসবুক স্ট্যাটাস

সর্বাধিক জনপ্রিয় ফেসবুক স্ট্যাটাস গুলো নিয়ে আজকে হাজির হলাম বন্ধুরা। অনেক সময় আপনার ফেসবুক বন্ধুরা মজার মজার ভাইরাল ফেসবুক পোস্ট স্ট্যাটাস দিয়ে থাকে কিন্তু আপনার কাছে সেরকম কোন স্ট্যাটাস কালেকশন নেই তাই আপনাদের জন্যই আজকের এই আপডেট ফেসবুকস্ট্যাটাস গুলো

ফেসবুক স্ট্যাটাস

একটু কষ্ট হলেও একা

চলতে শিথো কারন যাকে

ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো ।

সে কিন্তু তোমাকে ছাড়া

ঠিকি চলতে পারবে

এটাই বাস্তবতা , আর এটাই সত্যি ।

 

অতীত তোমাকে কষ্ট দিবে

ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে

আর বর্তমান সবসময়ই তোমার সাথে থাকবে।

তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো ।

 

খারাপ মানুষের সাথে তর্কে জড়াবেন না

তারা আপনাকে টেনে হিঁচড়ে

তাদের লেভেলেনিয়ে যাবে

এবং এরপর তাদের খারাপঅভিজ্ঞতা দিয়ে

আপনাকে পরাজিত করবে |

মার্ক টোয়েন

 

শক্তিশালী সেই ব্যক্তি নয়

যে খুব কুস্তি লড়তে পারে।

বরং শক্তিশালী হচ্ছে ঐ ব্যক্তি,

যিনি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে।

 

কাউকে যদি ভালবাস,

ভালবেস চিরদিন।

আর যদি না বাসো, বেসনা কোন দিন।

অবুজ মন নিয়ে খেলা খেলনা,

কোন নিষ্পাপ হ্রদয়ে বেথা দিয়না ।

 

আরও কিছু জনপ্রিয় স্ট্যাটাস:

জুম্মা মোবারক স্ট্যাটাস

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

বন্ধুদের নিয়ে স্ট্যাটাস

প্রেম নিয়ে স্ট্যাটাস

 

মন দেখে ভালবেসো ধন দেখে নয়,

গুন দেখে প্রেম করো রুপ দেখে নয়,

রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয়,

এক জনকে ভালবেসো দশ জনকে নয় ।

 

মানুষ মানুষের জন্য,

মানুষকে ভেবোনা বাজারের পন্য,

হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো,

তাই বলে তুমি নিভিয়ে দিওনা

তার জীবনের আলো !

 

যখন ভালবাসা তোমার কাছে

অজানা তখন বুঝবেনা সুখ কী?

যখন কাউকে ভালবাসবে

তখন বুঝবে ব্যাথা কী?

যখন তুমি ভালবাসা হারিয়ে

ফেলবে তখন বুঝবে জীবন কী

 

বিশাল হৃদয় দিয়ে কি হবে

যদি দুঃখ না বোঝে,

ফেন্ডশিপ করে কি হবে

যদি মূল্য না দাও,

ভালবেসে কি হবে যদি

ভালবাসার মানুষকে কষ্ট দাও.

 

কারো সাথে বন্ধুত্ব করার আগে

তাকে পরীক্ষা করে নেয়া উচিত,

সে বন্ধুত্বের যোগ্য কিনা।

 

শেষ বারের মতো আরেকবার চেষ্টা করে দেখি,

পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল

মানুষের জন্ম দিয়েছে।

 

তুমি তাকেই ভালোবাস

যে তোমাকে কষ্ট দেয়।

তাকে কষ্ট দিওনা যে

তোমাকে ভালোবাসে।

 

যে সত্যি তোমাকে ভালবাসে

সে কখনই তোমাকে ভুলে

থাকতে পারবে না

হয়তো অভিমান করবে

কিন্তু সবসময় তোমাকেই মিস করবে

 

চোখের জলের রং থাকলে

সকালে উঠে দেখতাম বালিশটা রঙিন

 

ভালোবাসা দীর্ঘ চুমুর

খন্ড জীবন বিচ্ছিন্ন দ্বীপ,

হৃদপিন্ডের একলা ভায়োলিন বাদক!

 

সেই মানুষের ওপর

বিশ্বাস ভরসা করা যায়

যে কিনা বুঝতে পারে হাসির

আড়ালে লুকিয়ে থাকা কষ্ট,

রাগের পিছনে ভালবাসা

এবং নিশ্চুপ থাকার কারন

 

মাঝে মাঝে অনেক কিছুই

বলতে ইচ্ছে করে,

কিন্তু তোমাকে কিছুই

বলতে পারি না,

কারণ তোমাকে হারানোর ভয় হয়।

 

তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের

দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ আর প্রথমটি ছিলো

তোমায় খুজে বের করা।

ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো

 

কখনো নাম ধরে

ডাকা হয়নি তারে

আদরের কতোইনা

নামে চেয়েছি তারে

নাম তার থাক না মনে,

এবার ডাকবো ঈশারায়

চুল সরায়ে দেখবে সে তার,

শত জোনাকি পাহাড়ায়

 

আবারো আসিব ফিরে,

সকল যাতনা ভুলে,

সবকিছু ছেড়ে,

এই এফবি এর বুকে,

নতুন এক বেশে

 

সময় চলে যায়,নিত্য এ নালিশে,

ঘুমিয়ে ছিলাম আমি,মাথা রেখে বালিশে,

কব্জির ঘড়িটা,চলিতেছে ছন্দে,

করা তো যায় না তার,একদম বন্ধ।।

দিন যায়,রাত যায়,সময় তো চলেই যায়

 

ভালবাসা হচ্ছে পরশ পাথরের মত।

পরশ পাথর স্পর্শ দিয়ে

নিম্ন ধাতুকে সোনায় পরিণত করে।

আর ভালবাসার ছোঁয়ায়

রাগ-ঘৃণা-হিংসার মত নিচু

শ্রেণীর আবেগ ভালবাসায় রুপান্তর হয়।

 

একটা উপদেশ- সবসময় মানিব্যাগে

আপনি আপনার স্ত্রীর ছবি রাখুন।

যখনই বড়ো কোনো সমস্যায় পড়বেন

তখন মানিব্যাগ বের করে

স্ত্রীর ছবিটা দেখবেন,

আর মনে করবেন এর চেয়ে বড় সমস্যা

আর কিছুই হতে পারে না।

 

বাসায় এসে, কাঁচা আম দেয়া

ডাল দিয়ে ভাত খেয়ে,

অফিসের কাজের চিন্তা বর্জন করে,

বারান্দার গ্রীলে পা তুলে,

চেয়ারে খালি গায়ে বসে,

মোবাইল থেকে সারা দুনিয়ার নেট ঘুরে,

কারেন্ট বিহীন অন্ধকার

রাতের আকাশ পানে চেয়ে,

ভালোইতো লাগে।

তবে কি আমিই রূপকথার সুখী মানুষ?

আলহামদুলিল্লাহ।

 

সারা বছর কাঁচা আম দেয়া

ডাল কিভাবে খাওয়া যায়

চিন্তা করতেছি।

 

সারাদিন খাটা-খাটনি করে বাসায় এসে

একটা মার দাংগা মুভি দেখতে মুঞ্চায়। কিন্তু,

আজকাল কার নায়ক গুলো

কেমন জানি হয়ে গেছে।

আগেকার নায়ক ছিল সোয়ার্জনেগার,

সিলভেস্টার স্ট্যালোন, আল-পাচিনো,

এম্থনি হপকিন্স, ক্লিন্ট ঈস্টউড

,,৫ টা লাশ ফেলে দেয়া বসদের

জন্য কোন ব্যাপার ছিল না।

আজ কাল কার গুলোকে নায়ক

বলে মানতেই মুঞ্চায় না।

(গতবার অস্কার পেল কলিন ফার্থ তোতলামি করে।

এবারতো পুরা আর্ট ফিল্ম, দি আর্টিস্ট।)

 

কত লোক ইন্দোনেশিয়াতে গেল।

মনেই নাই বলি যে,

আমার জন্য এক প্যাকেট চিকন

শলার মিষ্টি সিগারেট নিয়ে আসুক।

আজকের এই দিনে আর কারো না,

শুধু এই সিগারেটের অভাবটাই বোধ হচ্ছে।

(সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর)

 

ধুমসী, ফার্মের মুরগীর মত

ধলা হইলেই সুন্দরী কয় না।

 

সত্যিকারের ভদ্রলোক কখনো

মহিলার বয়স জিজ্ঞেস করে না।

সে জিজ্ঞেস করে,

কবে সে স্কুল পাস করেছে।

 

মীটিং করা মানে সময় নষ্ট।

মীটিং এর মাঝে বসে ফেসবুক ঘাঁটি।

তাহলেতো সময় ইউটিলাইজ করলাম,

তাইনা?

 

আম্মা ছোটবেলায় বলছিল,

ভাল মানুষের সাথে থাকলে ভাল থাকবা।

খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হয়ে যাবা।

কিন্তু, খারাপ মানুষ গুলোওতো মানুষ,

তারাওতো ভাল মানুষের সাথে থাকতে চায়।

আজ এটা বুঝি।

কারণ, আমি ভাল কি মন্দ যাই হই,

ভাল মানুষ খুঁজে বেড়াই।

 

বহু বছর আগে একবার বই মেলাতে

হুমায়ুন আহমেদ ও হুমায়ুন আজাদ

দুজনকেই দেখেছিলাম।

হুমায়ুন আহমেদের সামনে জনস্রোত,

কিন্তু হুমায়ুন আজাদ বসে আছেন একাকী।

অটোগ্রাফ নিলাম হুমায়ুন আজাদের।

অনেকেই ভাবতে পারেন,

দাড়িওয়ালা আমি হুমায়ুন আজাদকে

উদ্ধৃত করি কেন?

অন্তত, উনি ভন্ড ছিলেন না।

 

এই বৃষ্টিতে কোথায় চাদর গায় দিয়ে ঘুমাবো,

তা না, যাচ্ছি অফিসে কাজ করতে।

 

আজকাল খুব ভাবের কথা মাথায় আসে।

এটা মনে হয় বয়স ৩০ হউয়ার ফল।

বয়স ৪০ হলে যে কি হবে,

আল্লাহই জানেন।

 

এটা খুব খারাপ হল।

মানুষ রক্ষীবাহিনী, গডফাদার,

বাকশালের মত আওয়ামীলীগের

আরেকটি খারাপ নমুনা পেল, হত্যা-গুম।

সোহেল তাজের মত পদত্যাগ না করে

উচ্চ গলায় বলার মত কি কেউ

 

আমি জানি আমি হ্যান্ডসাম

তাই আয়না দেখি না,

আমি জানি আমার চুলগুলা

কিউট তাই চিরুনীর ও দরকার হয় না!

বি. দ্র. আমার আয়না

এবং চিরুনী হারিয়ে গিয়েছে!

কই রেখেছি মনে নেই!😉

 

টেক্সটবুক পড়ে পরীক্ষার

খাতায় স্টাটাস দিলে,

স্যার কত সুন্দর লাইক, কমেন্ট করে!!

স্যারের মত বন্ধু কে আছে হায়!!!

বি.দ্র. না পড়ে স্টাটাস দিলে ক্ষেত্র

বিশেষে অবশ্য রিপোর্ট ও করে!

 

কঠিন পৃথিবীতে কোমলতার প্রয়োজন আছে!

তেমনি তোমার কোমল মনে আমার মত

কাটখোট্টার ও দরকার আছে!

জায়গা হবে

 

তোমার জন্য যে ভালবাসা আছে

তা প্রকাশ করে ফুরিয়ে ফেলতে চাই না!

আমি কৃপন প্রেমিক!

 

এক অন্ধকার কুঠুরিতে আটকে আছি

বের হবার পথ খুজে চলেছি

আশাকরছি একদিন সেই

দরজার খোজ পাবো

 

আমার একাউন্টে ভূত

ঢুকল কিনা বুঝতে পারছিনা ,

সবকিছু উল্টাপাল্টা লাগতেছে

2 thoughts on “সর্বাধিক জনপ্রিয় ফেসবুক স্ট্যাটাস”

Leave a Comment