প্রিয় লেখক আরিফ আজাদের কিছু অমিয় বাণী এবং উক্তি সমূহ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আর নয় অন্ধকারে, বাণীগুলো পড়ে ফিরে আসবেন আলোর পথে! ইনশা আল্লাহ।
ইন শা আল্লাহ, একদিন ঠিক আকাশ ছোঁব।
চেহারা দেখালে যদি অন্তত একটা সওয়াব পাওয়া যেতো, বিশ্বাস করুন, প্রতিদিন কম করে হলেও একটা ছবি ফেবুকে আপলোড করতাম।
জীবনে আপনি একটি ফেরেশতাকেই দেখতে পাবেন… আর সেটি হল মালাকুলমাউত, মৃত্যুর ফেরেশতা।
ফযর! ছেড়ে দিলেন তো হেরে গেলেন!
বইমুখী একটা জাতি তৈরি হোক আমি এটাই চাই।
মানুষের চোখে নিজেকে মাপতে নেই, নিজেকে মাপকে হয় আসমানের আয়নায়।
কারো কটুকথা, কটুবাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হয় না।
কারো প্রতি যেকোন আচরনের পূর্বে এটা ভাবুন যে এই আচরণ পরবর্তীতে তার মনে আপনার জন্য শ্রদ্ধার উদ্রেক করবে, না কি আপনার নাম শুনলেইতার অন্তর ভরে উঠবে প্রবল ঘৃণায়।
কবরস্থানে গিয়ে দেখুন আপনার কতো পরিচিত মুখ সেখানকার চিরস্থায়ী বাসিন্দা হয়ে গেছে। তাদের কবরগুলো জানাচ্ছে একদিন ওই মাটির তলায় আপনাকেও যেতে হবে।
ধুকপুক ধুকপুক শব্দ বেজে চলছে আমার হ্রদপিন্ড! এর অর্থ দুটি –
১. আমি এখনো বেঁচে আছি
২. একদিন অবশ্যই মারা যাবো।
একটা জীবন অবলীলায় অবহেলায় কেটে যাবে
ভুল আর ভ্রান্তির বেড়াজালে, একটা জীবন আমগ্ন ডুবে রবে— এমনটা হতে দেওয়া যায় না।
কারো ওপর খুব রাগ করতে ইচ্ছে হলে তাঁর এমন গুন বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ উৎফুল্ল আর খুশি করেছিল। দেখবেন, তাঁর ব্যাপারে মনে ঝেঁকে বসা সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে।
সেই কান্নার চাইতে সুন্দর আর কোনোকিছু নেই যে কান্না আনন্দ আর সবর থেকে আসে।
সিন্দাবাদের জাদুর গালিচা নেই তো কি হয়েছে? জায়নামাজ বিছিয়ে বসে পড়ুন আপনার আকুতি গুলো সপ্তম আসমান ভেদ করে ঠিক আরশে আযীমে পৌঁছে যাবে।
বেলা যে ফুরিয়ে এলো তবু উদাসীন তণু মন,
সময়ের কাঁটা বয়ে নিয়ে আসে মৃত্যুর দিনক্ষণ।
পৃথিবীটাকে দাড়ি টুপি ওয়ালাতে, হিজাবীনিকাবী মুসলিমে ভরিয়ে দিন, আর বাড়িয়ে দিন তাদের অন্তর্জ্বালা।
কোন অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে ইবাদাতে, আমলে তাড়াহুড়ো করবেন না।
আপনার কাজ অসমাপ্ত আছে বিধায়
আপনার মৃত্যুর দিনক্ষণ কিন্তু পিছিয়ে যাবে না।
যে বন্ধুরা সার্টিফিকেট অর্জনে আপনার থেকে এগিয়ে গেলো,কিংবা অফিসের যেসব কলিগ প্রমোশন লাভে আপনাকে ছাড়িয়ে গেছে তাদের সাথে নয়। প্রতিযোগিতা আপনার ওই বন্ধুর সাথেই করুন যে দ্বীন পালনে,ঈমানে, তাকওয়া আর আমলে আপনাকে অতিক্রম করে গেছে।জেনে রাখুন প্রকৃতপক্ষে সে–ই আপনার চাইতে অগ্রসর।
হৃদয়ে যে বসন্ত আসে, সে বসন্তের নাম দ্বীন।
এবার ভিন্ন কিছু হোক,জাগরণের এই জাগ্রত জোয়ারে,এবার নতুন করে লেখা হোক জীবনের জ্যামিতি। বেলা ফুরাবার আগে, আজ তবে ফেরা হোক নীড়ে।
সংগ্রহে এবং কৃতজ্ঞতায়
বিনতে মুহাম্মদ আলী
ukti gulo onek omulloban! Mohan Allah lekhoker valo korun r dirghojibi korun!
Amin
Alhamdulillah