বিরহের এস এম এস বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। দু:খ-কষ্ট, হাসি-কান্না, বিরহ এগুলো নিয়েই মানুষের জিবন। আশা করি আমার এই বিরহের এস এম এস কালেকশন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন।
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার?
আমি বলব চোখের পাতা নড়ে যতবার.,
যদি বলো তোমায় ভালবাসি কত?
আমি বলব আকাশে তারা আছে যত!!
আরও পড়ুন: কাঁদানোর এসএমএস
শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়।
তাকে আঁকরে ধরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
সুখে–দুঃখে পাশে থেকে তাকে শান্তনা দেওয়ার নাম সম্পর্ক
আরও পড়ুন: Bangla Sad Sms
একটা অপরিচিত মানুষ যখন আপন হয়,তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে.
আবার যখন সে ভুলে যায়, তখন মনে হয় অন্তরের গহিন থেকে হৃদয়টা ছিড়ে নিয়ে গেছে।
অন্ধাকারে নেমে আসলে নিজের ছায়া যেমন হারিয়ে যায়।
তেমনি কিছু স্বার্থপর মানুষও স্বার্থ ফুরিয়ে গেলে হারিয়ে যায়।
কিছু কিছু নীরব কষ্ট আছে,
যা চাইলেও কাউকে দেখানো যায়না,
শুধু নীরবে কাঁদিয়ে যায়।
হাত বাড়িয়ে ছুইনা তোকে মন বাড়িয়ে ছুই
দুই কে আমি এক করিনা এককে করি দুই।
কান্নার কন্ঠে এসেছিলাম নিশ্চুপ হয়ে চলে গেলাম
শুধু এক বুক যন্ত্রণা বুকের বাম কোণে উপহার সরূপ নিয়ে গেলাম।
যাকে অবেহেলা করেছো. সেতো একদিন এমনিতেই চলে যাবে…
কিন্তু লক্ষ্য রেখো. যার জন্য তাকে অবহেলা করেছো…
সে যেন আবার তোমায় ছেড়ে চলে না যায়…
কষ্টের মাঝে বেঁচে থাকাটা যে কত বড় কষ্ট…
তা সবাই বোঝেনা…
শুধু সেই বোঝে যে প্রতিনিয়ত কষ্টের অনলে পুড়তে থাকে!!!
কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করোনা।
হয়ত তুমি জিতবে,
কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে,
যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে
আপনি যখন কাউকে নিঃসন্দেহে ভালোবেসে যাবেন,
তখন বিনিময়ে নীচের দুইটার একটা পেতে পারেনঃ
১।হয়তো মানুষটি সারা জীবনের জন্য আপনার হয়ে থাকবে,
২।নয়তো বা আপনি সারাজীবনের জন্য একটা শিক্ষা পাবেন।
শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়.,
শুধু ভালোলাগার জন্য ভালবাসা নয়.,
নিজের সুখ বিসর্জন দিয়ে ভালবাসার মানুষকে সুখী রাখার নামই ভালবাসা।
যে ক্ষত থেকে রক্ত ঝরেনা বুঝেনিও সে ক্ষত কোন আপন জনের দেওয়া।
জীবনে দুইটি সময়ে মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়েপড়ে.. .
১)যখন প্রথম ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে ২)আর যখন ভালোবাসার মানুষটির কাছে বিশ্বাসঘাতকতার শিকার হলে।
ভালোবাসা সবার কাছে একনয় কেউ ভাবে Love is just for enjoy কেউ ভাবে Time pass আবার কেউ জীবন দিয়ে প্রমান করে Love is not fun
প্রকৃত সত্য হলো– আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্যকেউ বুঝবেনা, সে যতই আপনার আপন হোক।
কারো থেকে কষ্ট পেয়ে, ভেঙ্গে পড়বেন না মনে রাখবেন, . প্রতিটি কষ্টই কোনো না কোন শিক্ষা দিয়ে যায়।
কষ্ট পেতে পেতে পাথর হয়ে যাওয়া মানুষ গুলোর মধ্যে,, . আজ তোমার জন্যই আমার নামটাও সেখানে জড়িত হয়ে গিয়েছে।
সূর্য গেছে মেঘের বাড়ী, ডুবে গেছে বেলা. একটু খবর নিলেনা যে, আমায় ভুলে গেলা…. আকাশের ওই নিরবতার কোনো জুড়ি নাই, মনে রেক আমি তোমায় আজো ভুলি নাই
প্রেমের সার্থকতা মিলনে।
বিরহ–বিচ্ছেদহীন মিলন.,
ততটা মধুময় নহে,
বিরহ–বিচ্ছেদের পর মিলন.,
যতটা মধুময় হবে।
এতো কষ্ট পেয়েও,
তোমাকে ভুল বুঝিনি।
এতো দূরে রয়েও,
তোমাকে ভুলে যায়নি।
নির্ঘুম রাত জেগেও,
স্বপ্ন নিয়ে বেঁচে আছি।
কেনো জানো?
তোমায় খুব ভালোবাসি তাই।
বন্ধু বলে ডাক যারে, সেকি তোমায় ভুলতে পারে.
যেমন ছিলাম তোমার পাশে,
আজ আছি ভালোবেসে.
থাকব আমি তেমনি করে, বন্ধু হয়ে চিরতরে
ফুলকে ভালোবাসো পাবে সুঘ্রান.
ইসলামকে ভালোবাসো পাবে সকল সমাধান.
রাসুল(স.) কে ভালোবাসো হবে আদর্শবান.
আল্লাহকে ভালোবাসো হবে মহান
চাঁদের গভীরে আছে রাত-! রাতের গভীরে আছে ঘুম-!
ঘুমের গভীরে আছে স্বপ্ন-! স্বপ্নের গভীরে আসো তুমি-!
আর, তোমার গভীরে আছে
শুধু তুম চাঁদনেহি, চাঁদ কিরশ্নিহো. তুম ফুলনেহি,
হার ফুলোকি খুশবুহো. তুম ইনসান নেহি, ইনসানকি রূপমে বান্দরহো
তোমার অসুখ হোক, তোমার ঘরে মশা আসুক,
তোমার মাথা খারাপ হোক, তোমার সপ্নে ভুত আসুক,
সারারাত শীত লাগুক–
তা আমি চাইনা, কারণ তুমি আমার ফ্রেন্ড
আমি মেঘের মতো চেয়ে থাকি. চাঁদের মতো হাঁসি.
তারার মতো জলে থাকি, বৃষ্টির মতো কাঁদি.
দূর থেকে বন্ধু তোমার কথা’ই শুধু ভাবি
নরম হাতের মিষ্টি লেখা. বন্ধু আমি বড় একা.
চাঁদের গায়ে জোসনা মাখা.
মনটা আমার ভীষণ ফাঁকা.
ফাঁকা মনটা পূরণকর. বন্ধু আমায়Kiss,
থুক্কু! Miss কর