Bangla Funny Post of young women will give you extreme entertainment. If you are in a bad mood, here is great medicine for you to make your mind feel good these funny posts and to feed your mind.
মেয়েদেরকে সাম্মান করতে শিখুন
বোকা হোক ওরা তো মানুষ
তুমি ego নিয়ে বসে আছো
–অন্যদিকে সে অন্য কাউকে
Ogo বানিয়ে Kigo বলে বসে আছে
ছোট বেলায় একটা মেয়েকে
খেলার সময় বলেছিলাম, তুই
ছোট, তুই দুধ ভাত
আজ আমি সিঙ্গেল
আর সেই মেয়ের
বৌ—ভাত
ছাত্র আর মেডাম এর প্রেম হয় স্বপ্নে
বাস্তবে তো হয় স্যার আর ছাত্রীর
আরও পড়ুন: Bangla Funny Status
আই: কি করো
হেতি: মন খারাপ,কান্না পাচ্ছে
আই: ওকে কান্না শেষে নক দিও
মাইয়া: ছেরে দে সয়তান,
দেহ পাবি তো মন পাবি না
গুন্ডা: আমার তো ওইডাই চাই
–যদি বিয়ে করতে পারো তবেই
প্রেম করো
Time pass তো ভাদ্র মাসে
কুকুরেও করে
Dear.#হবু বর ভাবতেই হিংসে,,,,হয়,,,,,
তুমি আমার মতো একটা কিউট বউ পাইবা,,,,,
বা*ল ২/৩ ঘন্টা কম্বলের নিচে পা গুলারে
গুইঞ্জা রাইখা যেই এক্টু পা টা গরম হয়
সেই ঠিক সেই সময় আমার মুতে ধরে
ঐ বালক
ট্রাফিক আইনের মতো কিছু নিয়ম ভেঙ্গে ….
তুমি কি আসতে পারোনা আমার শহরে??
– কারো কাছে মন খারাপের
কথা বলার চেয়ে
– হাসি মুখে আমি ভালো আছি
বলাটাই ভালো
আরও পড়ুন: Bangla Life Status
আজ রাত ১১.৫৯ মিনিটে কেউ টয়লেটে ঢুকবেন না,
তাহলে ঐ দিন আর বের হতে পারবেন না ।
পাত্রী দেখতে কখনো ভাবিকে পাঠাইবেন না,
কারন
সে চাইবে না কখনো তার থেকে ভাল,
সুন্দর মেয়ে বাড়িতে আসুক
আমি চোখ বুজেই স্বপ্ন দেখেছি,
সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি
আমি না বুঝেই ভালোবেসেছি,
রোদ্রছায়া কাব্যে তোমায় খুঁজেছি।
তবু বলা হলো না, কত না বলা কথা,
টেনশন আর মানসিক চাপে তাঁরাই বেশি থাকে.!
যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে.!
৩২টা দাঁত বের করে
–৩৩ রকমের হাসি দিয়ে ছেলে পটানো
প্রাণীটার নামই হলো মেয়ে !
বালক, এই শীতে আমি প্রতিদিন সকালে
তোর গোসলের কারণ হতে চাই
আরও পড়ুন: Bangla Sad Status
মেয়েরা অভিমান করে তাকে
আরো বেশি ভালবাসার জন্য
আর ছেলেরা অভিমান করে তাকে
আরো বেশি বোঝার জন্য!!
একমাত্র মেয়েরাই পারে
রেস্টুরেন্টে গিয়ে টিস্যু
চুরি করে ব্যাগে ঢুকাতে
সময়ে সময়ে নিজেকে update করুন। নাহলে
এই দুনিয়া আপনাকে use করে hang করে দেবে
দুনিয়াতে কাকে বিশ্বাস করবো ?
চা দিয়ে পাউরুটি খেতে চাইলাম
পাউরুটি নিজেই অর্ধেক চা খেয়ে নিলো
অভিমান বাড়লে বুঝে নিও
ভালোবাসাও বেড়ে গেছে!!
পটানোর আগে কত ঢং_
একবার পটে গেলেই বেরিয়ে আসে
গিরগিটির আসল রং