নারী নিয়ে উক্তি বিখ্যাত বাণী স্ট্যাটাস সমগ্র। নারীদেরকে নিয়ে অনেক বিখ্যাত ব্যক্তিগন তাদের বিখ্যাত কিছু বিখ্যাত উক্তি এবং বাণী করে গেছেন। সেগুলোই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো।
যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যেকোন জিনিষ বুঝতে পারার গৌরব করতে পারে।
জে. বি. ইয়েটস
আরও পড়ুন: ব্যর্থতা নিয়ে উক্তি
যদি কোনো নারীর ফাসি হয়, ফাসিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে।
চেমফোর্ড
আরও পড়ুন: অর্থ নিয়ে উক্তি
ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।
অকৃতজ্ঞতা অহঙ্কারের মেয়ে।
এডমন্ড বার্ক
আরও পড়ুন: কাজ নিয়ে উক্তি
মেয়েদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশী ঠিক।
কিপলিং
সংসারে তিনটি জিনিসই আমার খুব প্রিয়; কিন্তু আমি তাদের আদৌ বুঝিনা– সে তিনটি হলো চিত্রকলা, সঙ্গীত ও নারী।
ফনটেনিসি
মহিলাদের ঘ্রাণ শক্তি খুবই প্রবল।আমার একবন্ধু পত্নী স্বামীর সাথে টেলিফোনে আলাপের সময়ও তার স্বামীর মুখে হুইস্কির ঘ্রাণ পান।
হুমায়ূন আজাদ
কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত।
হুমায়ূন আহমেদ
একজন বিবাহিত মেয়ে কোন দিনই কুমারী জীবনে ফিরে যেতে পারেনা। কিন্ত কাছাকাছি হয়ত যাওয়া যায়।চেস্টা করলেই যাওয়া যায়।
হুমায়ূন আহমেদ
মেয়েরা গোছানো মানুষ পছন্দ করেনা।
মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ।
হুমায়ূন আহমেদ
মেয়েরা এমনিতেই সন্দেহ বাতিকগ্রস্ত হয়। পেটে সন্তান থাকা অবস্থায় সন্দেহ রোগ অনেক গুনে বেড়ে যায়।
হুমায়ূন আহমেদ
গিন্নির চেয়ে শালী ভালো।
কাজী নজরুল ইসলাম
কোন কালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী;
প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়া লক্ষী নারী।
কাজী নজরুল ইসলাম
স্বপনে কিযে কয়েছি তাই গিয়াছে চলে
জাগিয়া কেদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম।
কাজী নজরুল ইসলাম
বসন্ত এলো এলো এলোরে
পঞ্চম স্বরে কোকিল কুহুরে
মুহু মুহু কুহু কুহু তানে
মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে
ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুন গুন গানে।
কাজী নজরুল ইসলাম
একটি একা মেয়ে ইচ্ছে করলেই বাজার যেতে পারে, ডাক্তার এর সঙ্গে দেখা করে ওষুধ আনতে পারে। কিন্তু এসব করণীয় কাজ কেউ আন্তরিকতার সাথে করে দিলে একধরনের আরাম হয়। মনের আরাম।
সমরেশ মজুমদার
নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদের সবরকম কনজারভেটিভ ধারনা বুকে পুষে রেখে এমন ভাবভঙ্গী করে যেন পৃথিবীর সব ছেলেই তাদের দিকে হামলে পড়ছে।
সমরেশ মজুমদার
আমার কাছে আজও রহস্য নারীর সারাদিনের ভাবনা চিন্তা।
স্টিফেন হকিং
তিনজনের নিকট কখনো গোপন কথা বলিওনা– (ক) স্ত্রীলোক (খ) জ্ঞানহীনমূর্খ (গ) শত্রু।
শেখ সাদী
নারীরা নারীই, সঙ্গের সাথী, দুঃখের বন্ধু এবং আদর্শের অনুসারী নয়।
আহমদ ছফা
নারী আসলে যা, তাঁর বদলে যখন সে অন্যকিছুর প্রতীক হয়ে দাঁড়ায়, তখন তাঁর আকর্ষণ করার শক্তি হাজার গুণ বেড়ে যায়।
আহমদ ছফা
একটি মেয়ের দোষ জানতে হলে তার বান্ধোবীদের কাছে গিয়ে তার প্রশংসা কর।
বেঞ্জামিন ফ্রাংকলিন
স্ত্রীলোক দিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছুনেই। কথায় কিছু হয়না, ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারেনা। হয়তো আত্মীয় স্বজন তাকে বিষ প্রদান করেন, আর একজন পুরুষ প্রকাশ্যে সেই সব কাজ করিয়া রোশ নাই করিয়া জুড়ি হাকাইয়া রাত্রি শেষে পত্নীকে চরণ রেণু স্পর্শ করাইয়া আসেন, পত্নী পুলকিত হয়েন।
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায
নারী ভালোবাসার জন্য, জানার জন্য নয়।
অস্কার ওয়াইল্ড
সবচেয়ে নির্বোধ নারীও একজন বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে কিন্তু নির্বোধকে সামলাতে প্রয়োজন বুদ্ধিমতী নারী।
রুডইয়ার্ড কিপলিং
ইতিহাস লেখকগণ হচ্ছেন বধির লোকেদের মত তারা এমন সব প্রশ্নের জবাব বের করতে থাকেন যাকেউ জানতে চায়নি।
লিও তলস্তয়
প্রথমে নিজের সাথে প্রেমে পড়তে ভুলবেন না।
সরেন কিয়ের কেগার্ড
যা করা উচিত তাই করতে গিয়ে আমরা প্রশংসা দাবি করতে পারিনা, কারণ সেটা আমাদের কর্তব্য।
সেন্ট অগাস্টিন
উক্তিগুলো পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ।