Best Bangla Status about attitude for you. Hi bandhura ajke ami apnader sathe kichu attitude status share korbo asa kori egulo apnader kaje dibe.
বাংলা অ্যাটিটিউড স্ট্যাটাস কালেকশন। বন্ধুরা অনেক সময় আমাদের মন ঠিক থাকে না সে জন্য মনের রাগ ক্ষোভ মিটানোর জন্য স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন পরে আর সে জন্যই আপনাদের জন্য কিছু অ্যাটিটিউড স্ট্যাটাস কালেকশন নিয়ে এসেছি।
প্রতি শহরের অলিগলি রাস্তায়,
কয়েকটা পাগলা ঝিমায়..
তাদের পাগল হওয়ার পিছনেও
কোনো এক মায়াবতীর স্বার্থপরতার
গল্প রয়েছে
কথাদে ছেড়ে যাবি না,
বাক্যটি একসময় ভালো থেকো তে বদলে যায় ।
শুনলাম তার খোঁজ নেওয়ার নতুন
মানুষ হয়েছে তাই আমার ছুটি ।
আরও পড়ুন: ইমোশনাল এসএমএস
আফসোস মুচকি হাসির আড়ালে
চাপা দুঃখ গুলো কেউ কখনো দেখবে না ।
ভালোবাসি বলে আলতো করে
সে আবার ফোনের গ্যালারি টা বন্ধ করে দিলো !
একা থাকতে শেখো
দেখবে কষ্ট কমে গেছে ।
আঘাত না পেলে কখনো ঘুরে
দাঁড়ানো যায় না ।
মন তোকে চায়
আর বাস্তবতা তোর থেকে দূরে সরায় ।
শেষমেষ কে হেরে গেলো?
তুই না সে ? আমাদের ভালোবাসা ।
কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর ।
আরও পড়ুন: bangla breakup status
আমিও তোকে পাওয়ার স্বপ্ন দেখি ,
যেমন অন্ধ মানুষটা স্বপ্ন দেখে দুটো চোখের ।
যে ছেড়ে গেছে ,
তার ছেড়ে যাওয়ারই কথা ছিলো ।
তোমার পৃথিবীটা বিশাল বড়
আমায় ছাড়াই হাসা যায় ,
বাঁচা যায় , আমার কথা মনে
না করেই থাকা যায় ।
বলে দিও তাকে ,
দূরে থেকেও ভালোবাসা যায় ।
ভালোবাসার সাথে সাথে রাতের ঘুমটাও
চলে গিয়েছে ।
কষ্টটা আমরা নিজেদের দোষেই পাই ।
আর দোষটা ভাগ্যের ওপর দিই ।
তুমি বলেছো সম্ভব না ,
আমি খুঁজেছি সম্ভাবনা।
পার্থক্য একটাই সে পেরেছে ,
আমি পারিনি ভুলে যেতে..
একদিন সব ঠিক হয়ে যাবে,
আর সেইদিনটার জন্যই বেঁচে থাকা ।
প্রতিনিয়ত কি খুঁজে বেড়াও
আগের অমিকে !
বাইরেটা অনেক পরিপাটি ভিতরটা হচ্ছে ক্ষয়
এভাবে চলবে আর কতদিন , ভালো থাকার অভিনয় ।
বদলে গেছে শুধু আমার বাইরেটা ,
ভেতরটা ঠিক আগেই মতোই আছে
যেমনটা তুমি চিনতে ।
বিকিনি বা নগ্নতার চেয়েও সাদা শাড়ি
লাল পাড়ের উষ্ণতা অনেক বেশি ।
স্কুলের গেটের সামনে আইসক্রিম বিক্রি
করা লোকটা আজও আছে ,
শুধু হারিয়ে গেছে শৈশবটা ।
স্বপ্ন ভাঙা মন আজও স্বপ্ন দেখে ,
নতুন করে বাঁচবার ।
ভালো লাগাটা সেদিও ছিলো আজও আছে ,
মাঝখান থেকে ভালোবাসাটা চলে গেছে !
সময়ের ব্যবধানে ।
সকলে বরং রঙিন দেখুক
হৃদয়ে থাক না ক্ষত ,
আগুন দিলেই পুরবো
নাহয় রংমশালের মতো ।
প্রকৃত পুরুষ তো সে
যে সুযোগ পেলেই নারী শরীর
ছুঁয়ে দেখার চেয়ে
নারীর সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসে ।
কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা
জলছবি আর আঁকবে না
জমানো অনেক গল্প ছিলো
থাক ! তুমি বুঝবে না ।
চাঁদ খুঁজতে গিয়ে আমি
আধার খুঁজে পাই ।
সবার জন্য জ্যোৎস্না আছে
আমার জন্য নাই ।
Nice
বলে দিও তাকে ,
দূরে থেকেও ভালোবাসা যায়