রোমান্টিক ছোট স্ট্যাটাস। বন্ধুরা প্রিয় মানুষটির সাথে আরো রোমন্টিক হতে হলে আমাদের কিছু রোমান্টিক কথা বলতে হয়। সেজন্যই আপনাদের জন্য কিছু রোমন্টিক ছোট স্ট্যাটাস কালেকশন শেয়ার করছি।
মেয়েদের নামে রিকুয়েস্ট দেখলেই ভয় লাগে ।
না জানি আমার কোন বন্ধুর ফেক আইডি।
ফ্রি ফেসবুক যদি বন্ধ করে
দাওয়া হতো ।
তাহলে মেয়েদের আর OnLiNe
দেখা যায়তো না।
প্রেমের জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না ।
প্রতিষ্ঠত হতে পারলে সেইম কালারের মধ্যে আরও
অনেক ভালো ডিজাইন পাবেন।
আরও পড়ুন: বাংলা ছোট স্ট্যাটাস
মেয়েদের ব্যবহৃত Makeup যদি আটা ময়দা হয়।
ছেলেদের ব্যবহৃত Hair জেলও তাহলে সয়াবিন তেল।
বিয়েতে জামাইয়ের আগে কাজী কবুল বলে ।
তাহলে, বউ কার।
মেয়েদের বিয়ের নূন্যতম বয়স ১৮ বছর ।
আর ছেলেদের নূন্যতম বিয়ের বয়স হলো..চাকরি।
ছোট্ট বেলায় আমি ভাবতাম।
মুরগির জামাই হাস।
একটা বয়ফ্রেন্ড বয়সী ছেলেকে ।
ভাইয়া ডাকতে লজ্জা করে না ।
বেয়াদব মেয়ে।
আরও পড়ুন: রোমান্টিক পিক
বন্ধুর মুখের দিকে তাকাইয়া।
বারোভাতারি মেয়েরেও ভাবি ডাকতে হয়।
নারী আর বিড়ি
ছাড়িয়াছেন যিনি।
কে বলে পুরুষ তারে মহাপুরুষ তিনি।
টিভির ভিতরে মানুষগুলো ডুকলো কেমনে ।
ছোট বেলায় এই টেনশনে ঘুম হতো না।
চিকন হওয়ার অনেক সুবিধা।
রাস্তায় জ্যাম থাকলেও চিপা।
চাপা দিয়া হাইটা যাওয়া যায়।
ঘুমাচ্ছিলাম বজ্রপাতের শব্দে ঘুম ভেঙ্গে গেলো
উঠে দেখি
স্টার জলসায় সিরিয়াল চলছে।
এদেশে বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে ।
গার্লফ্রেন্ড এর বাচ্ছা হাটা শিখে যায়।
কি একটা জীবন নিয়ে আছি।
কেউ ম্যাসেজ দিলে বিরক্ত লাগে।
না দিলেও কষ্ট লাগে।
আন্টি : বড় হয়ে কি হতে চাও ।
আমি : আপনার মেয়ের জামাই ।
আন্টি :
FB তে পিক চাইলে দেয়না।
Tik Tok এ কাপড় খুইলা নাচে।
তোশকের নিচে নিউজ পেপার,
শপিং ব্যাগ না থাকলে।
নিজেকে বাঙালী বলে দাবী করবেন না।
Fake আইডির একটা সীমা থাকা দরকার ।
মাঝে মাঝে দেখি বঙ্গবন্ধু ও অনলাইনে।
বাঙালি অনেক চালাক নামাজ পরতে চায়না।
কিন্তু মেসেজ ফরোয়ার্ড করে জান্নাতে যেতে চায়।
শারীরিক শিক্ষা পরীক্ষায় A+
পাওয়া মেয়েদের বিয়ে করিসনা।
নিশ্চিত ঠকবি ভাই।
সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছিলাম না।
তাই এখন ঘড়ি থেকে ব্যাটারি খুলে ফেলছি!
স্ত্রী বমি করলে সুখবর,
আর স্বামী বমি করলে।
সালা আজকে আবার খেয়ে এসছে।
একদিন আমার হবু বরের বাড়ির
সামনেও ভীড় জমবে ।
শুধুমাত্র আমাকে দেখার জন্য।
বিয়ে ত তাকেই করব।
যার সাথে আমার বিয়ে হবে।
ইংলিশ সিনেমাতে Kiss করলেও প্রেম হয় না।
বাংলা সিনেমাতে চোখে চোখ পড়লেই
রাতে ঘুম হয় না।
শাশুড়ীঃ ছেলে কি কষ্ট কইরা বড় করি নাই।
বউঃ হুম,আমার মা তো আমাকে অনলাইনে অর্ডার করছে!
কেউ কক্সবাজার, কেউ সাজেক,
কেউ বিছানাকান্দি.!
আর আমি বিছানায় শুয়ে কান্দি !!
মেয়েরা লেখাপড়া করে বিয়ে আটকানোর জন্য।
আর ছেলেরা লেখাপড়া করে বিয়ে করার জন্য।
শত রাগারাগির পরেও,
তোমার ফোনের অপেক্ষায় বসে থাকি হাতে ফোনটি নিয়ে।
কিন্তু আজ পর্যন্ত ও কলটা এলো না।
কবি বলেছেন
যে মেয়ে রাত জেগে ফেবুতে Active থাকে
সেই মেয়ে কখনো single হতে পারে না।
ভাবছি দেবর ছাড়া বিয়ে করবো না।
কারণ আমার বান্ধবীদের
ও তো একটা হক আছে নাকি।
দেশে সিঙ্গেল মেয়ে পাওয়া গেলেও।
ফেয়ার and লাভলী মাখে নাই এমন মেয়ে নাই।
সবাই বলে মেয়ে খুজে দে না।
আচ্ছা,
আমারে দেখে কি তোদের
দালাল মনে হয়।
ছোট বোনের টাকা হারাইছে ।
ফাজিলটা টাকা না খুজে
আমাকে খুজতাছে।
আজ নান্টু ঘটক নেই বলে ।
অল্প বয়সে বিয়ে করতে পারলাম না।
বুকটা ফাইট্টা যায় ।
নিজের পড়াশোনার ঠিক নাই অথচ ।
ছোটো ভাইকে বার বার পড়ার উপদেশ দেয়া আমি।
মাননীয় স্পিকার Fb থেকে
inbox উঠিয়ে নেওয়া হোক
14 গুষ্টির পরিচয় দিতে ভাল্লাগে না।
ডিসিশন ফাইনাল ।
আমার বাচ্চা দিয়া Ex এর বাচ্চারে ছ্যাঁকা খাওয়ামু।
মেয়েদের শ্যাম্পু করার পর চুলের ঘ্রাণ ।
পৃথিবীর সকল পারফিউম কে হার মানায়।
Bf: কই তুমি?
Gf: তোমার হৃদয়ে।
Bf: কত বার বলছি ভীরের মধ্যে না জেতে।
চলনা সুজন মিলে দুজন।
তালগাছে উঠে নাচি।
দেখুক লোকে অবাক চোখে ।
ভূতে ধরছে নাকি।
হাদিস সম্পর্কে পোলাপাইন
কিছু না জানলেও।
বিয়ে করা ফরজ এইটা।
ঠিক‘ই জানে।
আচ্ছা Profile lock করা।
ছেলে গুলা কি।
বাসায় ওড়না পড়ে থাকে।
Someone: কানতাছোস নাকি ।
Me: নাহ, চোখ দিয়া মুতার চেষ্টা করতাছি।
তারপর বলো,
অন্যের বাসার কলিং বেল চাপ দিয়া।
দৌড় মারছো কখনো?
ফ্যামিলির সাথে TV দেখতে বসলে ।
প্রেমিক প্রেমিকার চুম্মা চুম্মি বেড়ে যায়!
বাসায় থাকলে আমায় দেখতে ফর্সা লাগে।
আর কোনো জায়গায় গেলে কাইল্লা লাগে কাইল্লা।
মেয়েটির নাম ছিল।
সাদিয়া বিলকিস খান
কিন্তু,
ভোটার কার্ডে আসছে
চা দিয়া বিস্কিট খান।
দাদীকে সাইকেলে করে নিয়ে যাচ্ছিলাম ।
কোন হারামি পিক তুলে পোস্ট দিলো ভালোবাসায়
বয়স লাগে না ।
আগে আমি সবাইকে বিশ্বাস করতাম।
এখন আমি বাঁশবাগানের মালিক।
বয়ফ্রেন্ডকে পাসওয়ার্ড দেওয়া মানে ।
নিজের দেশকে ইংরেজদের হাতে তুলে দেওয়া।
মাঝে মাঝে EX এর
মা এর কথা ভাবি ।
কি জিনিস ডাউনলোড ।
দিলোরে খালাম্মায়।
আমার বাড়ির লোকজন মনে করে।
মাংসের অভাবে গালে টোল পড়ে।
আর এটাকে কিউট বলে চালিয়ে দেয় বাঙালি।
Same Age Relationship
আজ থেকে তুমি করে বলবি।
ওকে, তুমি কি করতাছোস?
Bestu, তোরে আমার বেস্টফ্রেন্ড কেন বানাইছি জানস?
কারণ আমি ছাড়া তোরে এতিম এতিম লাগে!
রাতে ঘুম আসে না বইলা অনলাইন থাকি।
অথচ সবাই ভাবে আমি প্রেম কইরা উল্টাইয়া ফেলতেছি!
ভালোবাসা হচ্ছে সমুদ্রের মতো।
যে ডুবে গেছে সে আশিক।
যে বেঁচে গেছে সে দেবদাস।
যে এখনো সাঁতার কাটছে সে স্বামী!
আমাকে attitude দেখাতে এসো না ।
আমি আমার ক্রাশকেও পাত্তা দেই না ।
বিয়ের পর বাসর ঘরে কি হয়;
তা জানতে চাওয়া আমার নিষ্পাপ মন!
দোষ বাড়ির যেই করুক না কেন,
বকা সবসময়ই
ছোট গুলাই খায়!
1 thought on “রোমান্টিক ছোট স্ট্যাটাস”