কিছু অনুপ্রেরণামূলক উক্তি সফল হওয়ার জন্য

কোন কাজ শুরু করার সময় যদি একটু অনুপ্রেরণা পাওয়া যায় তাহলে সেই কাজটি এক কথায় খুব সহজেই করা সম্ভব হয়। তাই কিছু  অনুপ্রেরণামূলক উক্তি আজকে আমি তুলে ধরবো।

এই অনুপ্রেরণামূলক উক্তি গুলো মূলত বিখ্যাত ব্যক্তিদের অমিয় বানী হিসেবে যুগ যুগ ধরে মানুষদের অনুপ্রেরণা আসছে।

অনুপ্রেরণামূলক উক্তি

যত কঠিন সংঘর্ষ হবে,

বিজয়ের আনন্দ ততই মধুর হবে

 

পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি

হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে

সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে!

 

পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো-

তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে

যেমন মনোভাব পোষণ করবে ঠিক

তেমনটাই ফিরে পাবে প্রতিদানে।

 

ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা

নতুন করে আবার শুরু করার প্রেরণা।

হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া।

 

হতাশা একটি বিলাসিতা। হতাশার

জায়গাটি আজ থেকে দখল করুক

কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি।

 

ততক্ষন অবধি অর্থ উপার্জন করতে থাকুন

যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাঙ্ক ব্যালেন্স

আপনার ফোন নম্বরের মত দেখতে না লাগে

 

যদি আপনি চান কোনো কাজ ভালো ভাবে

হোক, তাহলে সেটি নিজে করুন

 

আপনি যদি নিজের জীবনকে নিজের

মত করে কাটাতে চান তাহলে কোনদিনও

কারোর বেশি ভক্ত (Fan) হতে যাবেন না

 

সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করায়

কিন্তু অসফলতা আমাদের দুনিয়ার পরিচয় করায়

 

আরও পড়ুন:

উপদেশ মূলক স্ট্যাটাস

মোটিভেশনাল উক্তি

আরতুগ্রুল গাজীর বিখ্যাত উক্তি

বন্ধুদের নিয়ে স্ট্যাটাস

 

স্বপ্নসেটা নয় যা আমরা সকালে ঘুমিয়ে

থাকা অবস্থায় দেখি, স্বপ্ন হল সেটাই

যা আমাদের ঘুমাতে দেয়না

 

ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ

আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে

 

দরকার ছাড়া যে পাশে সর্বদা থাকে,

সেই হচ্ছে আপনজন

 

চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি

গুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে

 

যদি আপনি হারতে ভয় পান, তাহলে

কখনই জেতার আশা রাখবেন না

 

পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের

জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত

পরিচয় সারাজীবন থাকে

 

জীবনকে ভালবাসুন। ভালবাসতে ভালবাসুন।

ভালবাসায় কিছু উন্মাদনা থাকবেই। কিন্তু

সব উন্মাদনায়ই কিছু আন্তরিকতা মিশে থাকে।

 

সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে।

তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে?

 

জীবনটাকে নতুন করে আবিষ্কার

করার জন্য কখনো কখনো সব

ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়!

 

অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই

নিজের সেরাটা বের করে আনা যায়।

 

প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব

একটি সৌন্দর্য আছে। তুমি কি

সেটি অনুভব করতে জানো?

 

খুব শিগগির অসম্ভব চমৎকার একটা

কিছু ঘটতে চলেছে তোমার জীবনে,

তুমি কি সেটি অনুভব করতে পারো?

 

পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে

ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না,

সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব

করতে হয়- ভালবাসা, দয়া, আন্তরিকতা।

 

কী বলা হচ্ছে, সেটি হৃদয়ে ধারণ করো,

কে বলছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারীও

কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে

মূল্যবান পরামর্শ দিতে পারে।

 

দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে

প্রয়োজন অসাধারণ আত্মসম্মান

এবং মানসিক শক্তিমত্তার।

 

বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার চেয়ে

ছোট্ট এ পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এ

জীবন- জগতের বুকে একটি আঁচড়

না কেটেই হারিয়ে যাবে অতলে?

 

সুযোগ যদি তোমার দরজায় কড়া না

নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও

 

আলো ছড়ানোর দু’টি উপায় আছে। এক

নিজে মোমবাতি হয়ে জ্বলো, দুই

আয়নার মত আলোকে প্রতিফলিত করো

 

হাজার মাইলের যাত্রা শুরু হয়

একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে

 

অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে

তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে

গেলে তোমার দুই চোখই অন্ধ

 

অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে,

তা এক সময়ে চরম রাগে পরিনত হয়

 

কাককে মুখে তুলে খাওয়াতে গেলে,

সে তোমার চোখ উপড়ে খাবে

 

পানির গভীরতা নাকের কাছে উঠে

আসার আগেই সাঁতার শিখে নাও

 

আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু

আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।

 

একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে

ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত

সহজে অপমান ভোলে না।

 

তুমি যদি কোনো লোককে জানতে চাও,

তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো।

 

স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে

ঘুমিয়ে দেখে,স্বপ্ন হলো সেটা যার

জন্য মানুষ ঘুমাতে পারে না।

 

যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয়

দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে

লড়াই করা কিভাবে শিখবে?

 

যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়,

তারা একদিন সবকিছুই ঠিক হতে দেখে

 

আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি,

তবে সামনে এগিয়ে যেতে পারব না

 

সামনে এগুনোর জন্য তোমার সব

জানার প্রয়োজন নেই, শুধু সামনে

পা বাড়াও – একে একে সবই জানতে পারবে

 

ভবিষ্যতের দিকে এগিয়ে যাও,

অতীতের সবকিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো

 

গতকালকের দিনটা যেন তোমার আজকের

দিনটার ক্ষতি করতে না পারে

 

আগের অধ্যায় বার বার পড়তে

থাকলে পরের অধ্যায়ে এগিয়ে

যাওয়ার কোনও সম্ভাবনাই নেই

 

জীবন বাই সাইকেল চালানোর মত

একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে

তোমাকে সামনে চলতে হবে

 

যার নেশা আর পেশা মিলে যায় তার

চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে?

 

সহজে জেতার আনন্দ কোথায়?

বাধা যত বিশাল, বিজয়ের

আনন্দও ততোই বাঁধভাঙ্গা!

 

কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু

হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি

ঠিকই আবার ফিরে আসে জীবনে।

 

দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের

জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়।

 

সফলতার ভিত্তিতে আমাকে বিচার করোনা,

আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং

ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে।

 

সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়

বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো

জীবনের সবচেয়ে বড় সার্থকতা।

 

গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে

বদলাতে চেয়েছিলাম… আজ আমি বিজ্ঞ,

তাই নিজেকে বদলাতে চাই।

 

ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু

পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না।

 

বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে,

আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে।

 

তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব

খারাপ দিক জানে; তবুও তোমাকে পছন্দ করে।

 

এক জনের জুতো নেই। এই নিয়ে

তার আক্ষেপ। তার আক্ষেপ ঘুচল।

কেননা সে দেখল এক জনের পা-ই নেই।

 

সে ব্যক্তি মুমিন নয় যে নিজে

তৃপ্তি সহকারে আহার করে,

অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।

 

আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই।

তারপর সেই মানুষকে ভয় পাই যে

আল্লাহকে মোটেই ভয় পায় না।

 

যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ

নেই সে তো দেখা নয়, তাকানো।

 

আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়

তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।

 

পুরুষের লক্ষ্য রাখা উচিত যত

দিন বেশী তারা অবিবাহিত

জীবনযাত্রা করতে পারে

 

যদি তুমি কখনো অপমানিত বোধ কর

তবে অপরকে সেটা বুঝতে দেবে না।

 

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও

ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায়

থাকার কোন সার্থকতা নেই।

 

তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো

সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন

তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে-

তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য।

 

স্বপ্ন দেখতে জানলে জীবনের

কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।

 

কখনো হাল ছেড়ে দিও না! এখনকার এই

দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে

বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য।

 

শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি

কোনদিনও সেই নদী পার করতে পারবেন না,

পার করতে হলে আপনাকে অবশ্যই

সঠিক পদক্ষেপ নিতে হবে

 

যে কোনো বড় কাজ করতে গেলে লাগে

একাগ্রতা আর সেই কাজ শেষ না হওয়া

পর্যন্ত তার পিছনে লেগে থাকার মত ধৈর্য্য |

কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না

 

যে ব্যক্তি সাংসারিক বস্তুর প্রতি ব্যাকুল

হননা, সেই ব্যক্তি অমরত্ব লাভ করে ফেলেছেন

 

বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস

জাগানোর প্রয়োজন হয়না, কারণ শত্রুরা

কখনই আপনাকে বিশ্বাস করবেনা আর

বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবেনা

 

তুমি যদি টাকা ধার করো, তবে তুমি

ব্যাংকের কাছে দায়বদ্ধ; আর যদি টাকার

মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ

 

সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও

নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই

শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে

 

আলস্য হল শয়তানের বালিশ

 

অপব্যয় কারী শয়তানের ভাই

 

সততা হল জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়

 

বললে আমি ভুলে যাব। শেখালে মনে

রাখব। সাথে নিলে আমি শিখব

 

সুখ কখনও সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর

করে না। সুখের বাস আত্মার গহীনে

 

তুমি চাইলেও পেছনে যেতে পারবে না,

তবে সামনে না এগিয়ে থেমে আছ কেন?

 

জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের

সামনে একটি লক্ষ্য ঠিক করো,

তারপর তার দিকে এগিয়ে যাও

 

অতীতকে বিদায় জানাতে সাহস লাগে।

সেই সাহস দেখাতে পারলে জীবন

তোমাকে নতুন কিছু উপহার দেবে

 

কাহারও প্রতি দোষারোপ করিও না, যদি

তুমি তাহার দোষের নিশ্চিত প্রমাণ না পাও।

 

বিদ্ধানের কলমের কালি

শহীদের রক্তের চেয়েও পবিত্র।

 

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে

খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।

 

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।

তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে

সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।

 

যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হল,

লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা

 

খারাপ হওয়ার জন্য ভালো কাজ না

করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ঠ

 

অন্ধরা দেখতে না পেলেও আলো

আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না

 

সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে,

কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে

 

যে মন খুলে হাসতে পারে না,

সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী।

 

আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে

এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব

থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।

 

নিজের হাতের উপার্জিত একটি রুটি,

অন্যের দয়ায় দেওয়া কোরমা

পোলাওয়ের চাইতেও উত্তম।

 

আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে

তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর

শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য

স্বীকার করতে আমরা কুন্ঠিত হই।

1 thought on “কিছু অনুপ্রেরণামূলক উক্তি সফল হওয়ার জন্য”

Leave a Comment