ছ্যাকা খাওয়া নিয়ে উক্তি। ছ্যাকা খাওয়া বলতে আমরা মূলত জানি কেউ কাউকে গরম কিছু তার শরীরে ছুয়ে দেওয়া। কিন্তু বন্ধুরা আজকে আমরা একজন প্রেমিক-প্রেমিকা যদি কেউ কাউকে ছেড়ে চলে যায় তাহলে মানুষ যেই ছ্যাকা খায় তা নিয়ে কিছু উক্তি আপনাদের সাথে শেয়ার করবো।
আগে যদি জানতাম কোন
একদিন তোর পথের কাটা হবো,
আমার জন্য তোর অনেক ক্ষতি হবে
আসতাম না কখনও তোর জীবনে
ভালবাসতাম না কখনও তোকে
জড়াতাম না তোর জীবনে নিজেকে
কি করবো..??
ভূল যখন করেছি মাশূল তো দিতে হবে
চলে যাবো নীরবে তোর জীবন থেকে
ভালো থাকিস তুই অন্য কাউকে নিয়ে
জীবনের রাস্তায় একা একা
হেঁটে যাওয়া কঠিন কাজ নয়।
কিন্তু কারো হাত ধরে অনেক টা পথ
এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে
একা একা ফিরে আসা খুবই কঠিন।
আরও পড়ুন:
কিছু রাত কেটে যায় সপ্ন বিহিন
কিছু আশা ভেঙ্গে যায় নিরবে
কিছু স্রিতি কাদিয়ে যায় আরালে
কিছু মানুষ দুরে হারায় কিছু না বলে..!
তুমি হয়তেো কাউকে পেয়ে সুখি
আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী।
কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য
শুধু এটাই তুমি অভিনয় করে জিতেছো
আর আমি ভালবেসে হেরেছি ।
নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো,
ভাবিনি এই পৃথিবীতে এতো কষ্ট পাবো ।
বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয়,
ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয় !
ভালবাসার জগতে কিছু
প্রাপ্তি যদি থাকে,
তার নাম বেদনা।
আমার স্বপন তুমি,
আমার আশা তুমি,
আমার ভালবাসা তুমি আমি
তোমাকে ছাড়া বাঁচবো না,
আমার জান আমার
প্রান তুমি শুধু আমার
গোপনে বেসেছি ভাল প্রকাশ করিনি
বলব বলব বলেও কোন দিন বলতে
পারিনি মনে শুধু প্রশ্ন জাগে তুমি
ও কি আমাই ভালোবাসো?
মনে আবার ভয়ই জাগে কি জানি কি
ভাবে চেষ্টা অনেক করি তবুও বলতে পারিনা
মনের কথাসে কথাই যদি তুমি পাও
একটু ব্যথা এই না বলা
কথাটি শুধু কষ্ট দিসছে
আমাই আড়াল থেকে
ভালবেসে যাচ্ছি শুধু তোমাই।
আর কত ভালবাসলে ভালবাসবে
তুমি আমায় আর কত কাঁদলে
গলবে তোমার হৃদয়।
আর কত রাত জাগলে বুঝবে তুমি
আমায় আর কত অপেক্ষা
করলে শেষ হবে অপেক্ষা আমার।
আর কত দিন কাটলে
আসবে তুমি কাছে
আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে
মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে
পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পরে
আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে
দিন যায় রাত আসে!
কেউ কাদে,কেউ হাসে!
তাতে কিবা যায় আসে?
আমার আর কত পোড়ায়ে
খাটি করবে আমার হৃদয়।
আর কত সাগরে ভাসলে
দেখা দিবে তুমি আমায়
আর কত পরীক্ষার পরশেষ
হবে আমাকে জানার।
দিলাম ঝর্না,তোমার যত কথা।
ফিরিয়ে নিলাম আমার দেয়া,
তোমার যত ব্যথা।
ফিরিয়ে নিলাম শর্ত গুলো,
ফিরিয়ে দিলাম সুখ।বুক ভরে নিলাম ঝরণা,
তোমার দেয়া দুঃখ।
মুছে দিলাম হ্রদয়ে তোমার
আকাঁ আমার মুখ।
বুকটি ভরে দিলাম তোমায়,পৃথিবীর সব সুখ।
কিছু কিছু কথা আছে,
যা কাউকে বলা যায়না কিছু কিছু অনুভূতি আছে,
যা কাউকে প্রকাশ করা যায় না
জীবন এ অনেক ব্যাথা আছে যা
শত চেষ্টা করলেও মুছে ফেলা যায়না
অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই,
বহু বছর পর অভিমান ভাঙলে,
গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই ।
হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে আর।
nice